সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০৫:৩১:৪৬

কেনেডির গাড়ির নম্বরপ্লেট বিক্রি হলো ১ লাখ ডলারে

কেনেডির গাড়ির নম্বরপ্লেট বিক্রি হলো ১ লাখ ডলারে

এক্সক্লুসিভ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ব্যাবহারকৃত লিমুজিন গাড়ির নিলামে উঠেছে। নিলামে ওই নম্বর প্লেটের দাম উঠেছে এক লাখ মার্কিন ডলার। কেনেডির মৃত্যুর পর ওই লিমুজিন গাড়ি থেকে প্লেটগুলো খুলে নেওয়া হয়েছিল। আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট কেনেডি ১৯৬৩ সালের নভেম্বর মাসে টেক্সাসে আতঘ্যাতি গুলিতে নিহত হন। তার মৃত্যুর পর ওই গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক নম্বর প্লেটগুলো খুলে নেন। সম্প্রতি তিনি তার কন্যাকে প্লেটগুলো হস্তান্তর করেন। প্লেটের নম্বর ছিল জিজি- ৩০০। উত্তারাধিকার সূত্রে পাওয়া এই প্লেটগুলোর গুরুত্ব জানতেন বর্তমান সত্ত্বাধিকারী জেন ওয়াকার। তিনি তার রান্নাঘরের ড্রয়ারে সযত্নে রেখে দিয়েছিলেন প্লেটগুলো। ওয়াকার বলেন, ‘আমি এই প্লেটগুলোর গুরুত্ব জানতাম। মাঝে মাঝে বিশেষ উপলক্ষে বন্ধুরা বাড়িতে এলে আমি ওইগুলো বের করে দেখাতাম’। নিলামকারী প্রতিষ্ঠান জানায় কেনেডির ভক্ত এক সংগ্রাহক প্লেটগুলো কিনেছেন। তিনি নিজের নাম জনপরিসরে প্রকাশ করতে ইচ্ছুক নন।- বিবিসি। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে