মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ১২:৫১:১২

প্রেসিডেন্টের বৈঠকে হঠাৎ কুকুরের অদ্ভূত কাণ্ড, উপস্থিত সকলেই লজ্জায়..

প্রেসিডেন্টের বৈঠকে হঠাৎ কুকুরের অদ্ভূত কাণ্ড, উপস্থিত সকলেই লজ্জায়..

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে তার সরকারি বাসভবন এলিসি প্রাসাদে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করছিলেন। বৈঠকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল।

আর এ বৈঠক ক্যামেরায়ও ধারণ করা হচ্ছিল। এমন সময় বৈঠকস্থলের আশপাশ থেকে পানি পড়ার শব্দ বৈঠকে বিঘ্ন ঘটায়। এর উৎস খুঁজতে গিয়ে তারা যা প্রত্যক্ষ করলেন তা দেখে সবার চোখ কপালে উঠার মতো অবস্থা হয়।

ওই শব্দের পেছনের অপরাধী আর কেউ নন বরং প্রেসিডেন্টের প্রিয় কুকুর ‘নেমো’ যে! বৈঠকস্থলের কাছে রাখা একটি আগুন জ্বালানোর সোনার আবরণে মোড়া পাত্রে নেমো তখন বেশ আরামে হিশু করছিল!

আর এ ঘটনা দেখে বৈঠকে উপস্থিত কারও কারও মুখ লজ্জায় লালও হয়ে যায়। কুকুরের এই কারণে গুরুত্বপূর্ণ কিছুটা সময় নষ্ট হলেও পরবর্তি আবার বৈঠক শুরু হয়। রাশিয়া টুডে, দ্য গার্ডিয়ান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে