এক্সক্লুসিভ ডেস্ক : আমেরিকার অঙ্গরাজ্য টেক্সাসের সেন এন্ট্রোনিওতে স্ত্রীর জীবন বাঁচাতে রাস্তায় রাস্তায় ঘুরে কিডনি খুঁজে বেড়াচ্ছেন ৭৪ বছর বয়সী বৃদ্ধ ওয়েন উইন্টার্স। বৃদ্ধের কাঁধে ঝুলছে একটি প্ল্যাকার্ড, তাতে লাল কালি দিয়ে লেখা, নিড কিডনি এ- ফোর ওয়াইফ ৬৭৫-০৭৭৮।
যার অর্থ: স্ত্রীর জীবন বাঁচাতে ‘এ’ নেগেটিভ গ্রুপের কিডনির প্রয়োজন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম কেএসএটি'র একটি প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েন উইন্টার্সের স্ত্রী কিডনির সমস্যায় ভুগছেন। দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। এজন্য তাকে অনলাইনে বিজ্ঞাপন দেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।
তবে তিনি বেশি ভরসা রেখেছেন পায়ে হেঁটে খোঁজ করাতেই। ওয়েন উইন্টার্স জানান, তিনি স্বাভাবিক ছিলেন, মানুষকে সাহায্য করতেন, ভালোবাসতেন। কিন্তু তার স্ত্রীর কিডনির সমস্যার পর থেকে ভেঙে পড়েছেন। তবু সে তার স্ত্রীকে বাঁচাতে লড়াই করে যাবেন। যত দিন কিডনি না পাওয়া যায়, তত দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবেন।
এর আগে ২০১৩ সালে দক্ষিণ ক্যারোলিনার ল্যারি সুইলিং নামে এক ব্যক্তি একই রকম কাজ করেছিলেন। ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে স্ত্রীর জন্য কিডনি জোগাড় করেছিলেন। এই খবরে অনুপ্রাণিত হয়ে তিনিও কিডনি খুঁজছেন।
এমটিনিউজ২৪/এম.জে/ এস