মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ০৫:০৮:১৫

প্রভাস-অনুষ্কা কি শুধুই বন্ধু? এই ছবি গুলো কিন্তু অন্য কথা বলছে..

প্রভাস-অনুষ্কা কি শুধুই বন্ধু? এই ছবি গুলো কিন্তু অন্য কথা বলছে..

এক্সক্লুসিভ ডেস্ক : কথায় বলে, যা রটে তার কিছু তো বটে। এই ছোট ছোট মুহুর্ত প্রভাস-অনুষ্কার ব্যক্তিগত কেমিস্ট্রিই বুজিয়ে দেয় ডাল মে কুছ কালা হ্যায় ভাই।

প্রভাসকে প্রশ্ন করা হলে উত্তর দেন অনুষ্কা। আর অনুষ্কার বেলায় উত্তর দাতার নাম প্রভাস। সত্যি শুধুই বন্ধু বলেই বোধহয় এরকম। আপনার কী মনে হয়? একে অপরের উপর রয়েছে অসাধারণ বুঝাবুঝি।

অনেক সময় দেখা গেছে, গোপনও কথাটি গোপনে শেয়ার করেন দুজনে..। হঠাৎ অনুষ্কার ছোঁয়ায় শিউরে উঠেন প্রভাস। 'কুছ কুছ হোতা হ্যায় ভাই।' অনুষ্ঠানের ফাঁকে লুক লক! বহু অনুষ্ঠানেই একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতে দেখা গেছে প্রভাস-অনুষ্কাকে।

সিনেমার সেটের বাইরেও সেঁটেই এক সঙ্গে থাকেন 'প্রভানুষ্কা'। কিছু আগে দুবাইয়ে গিয়েছিল বাহুবলি টিম। সেখানে এক হোটেলে বারান্দায় দেখা যায় রানা দাগুবাটি ও রাজামৌলি পাশে দাঁড়িয়ে থাকলেও অনুষ্কা-প্রভাস কাছাকাছি ও পাশাপাশি।

গত ৯ বছর ধরে অনুষ্কা তার খুব কাছের বন্ধু। ওর সঙ্গে আমার পারিবারিক সম্পর্কও রয়েছে বলে মন্তব্যও করেছিলেন প্রভাস। সত্যিই কি তাই? তার ড্রিম গার্ল কে? এনিয়ে নির্দিষ্ঠ কোনও জবাবই দেননি প্রভাস। মানেটা কি এবার বুঝতে পারছেন?

২০১৭ সালের ডিসেম্বরেই নাকি এনগেজমেন্ট সারছেন প্রভাস-অনুষ্কা অন্তত এমনটাই রটেছিল দক্ষিণে সিনেজগতে। যদিও বিষয়টা শুধুই গুজব বলেই উড়িয়ে দেন দক্ষিণী সুপারস্টার। কিন্তু কান পাতলে শোনা যাচ্ছে অন্যকথা।  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে