সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০১:০৩:৫৪

১১ বছর বয়সেই মাসে আয় ৩৫০০০০ টাকা

১১  বছর বয়সেই মাসে আয় ৩৫০০০০ টাকা

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স মাত্র ১১, কিন্তু তাতে কি? এই বয়সেই পাকা ব্যবসায়ীকে ছাড়িয়েছে সে। ব্যবসা থেকে তার সাড়ে তিন লাখ আর সপ্তাহে আয় ৮৫ হাজার টাকারও বেশি। আর বছরে প্রায় ৩৬ লাখ। এই ক্ষুদে উদ্যোক্তার নাম হেনরি পেটারসন। তার একটি মিষ্টির দোকান আছে।নিজে শিশু হলেও শিশুদের জন্য খুলেছেন লাইফস্টাইল ব্র্যান্ড, নাম 'নট বিফর টি'। গত বছরের শুরুতে 'গ্রেট ব্রিটিশ অনত্রেপ্রেনার অ্যাওয়ার্ড' পেয়েছে সে। তার নিজের মিষ্টির দোকান আছে।সেখান থেকে দেশব্যাপী ৭০টি প্রতিষ্ঠানে তার মিষ্টি সরবরাহ করা হয়।শুধু তা-ই নয়, সে শিশুদের জন্য বইও প্রকাশ করে। সাত বছর বয়স থেকে সে ব্যবসা শুরু করে। পরে ২০১৪ সালে ১০ বছর বয়সে নিজের দোকান খুলে পেটারসন। অনলাইন মিষ্টির দোকানটির জন্য খরচ করে ১৭ হাজার ইউরো। শিশুদের জন্য 'নট বিফর টি' একটি 'লাইফস্টাইল ব্র্যান্ড' খুলেছে সে। ব্যাগ, স্টেশনারির জিনিস, পোশাক ও বই পাওয়া যায় সেখানে। হেনরির এই উদ্যোগে বেশ খুশি তার স্কুলের বন্ধুরা। হেনরি জানায়, আমার ব্যবসা নিয়ে বন্ধুরা খুব খুশি। তবে আমি আমার টাকা-পয়সা নিয়ে তাদের সাথে খুব একটা কথা বলি না। ১১ বছরের এই উদ্যোক্তা জানায়, পাঁচ বছর বয়স থেকে আমি বিভিন্ন ব্যবসার আইডিয়া নিয়ে ভাবতাম। প্রথমে আমি সার বিক্রি করতাম। এর গন্ধটা অন্য রকম ছিল কিন্তু খারাপ লাগত না। এরপর আমি যখন মিষ্টির দোকান দিলাম- বন্ধুরা তো বিশ্বাসই করতে পারছিল না। তার ভাষ্য, 'আমার মনে হয়, কোনো শিশু অন্য শিশুদের জন্য কিছু করছে- এতে তারা খুব মজা পায়। আত্মবিশ্বাসও বাড়ে। এই যেমন- এখন তারা বই লিখছে।' সূত্র : মিরর ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে