বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০২:০৪:১০

নীতার চায়ের কাপের দাম দেড় কোটি রুপি!

নীতার চায়ের কাপের দাম দেড় কোটি রুপি!

এক্সক্লুসিভ ডেস্ক :  নীতা আম্বানি বিশ্বের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী। তার চলনে বলনে রয়েছে রাজরানির প্রতিচ্ছবি। তিনি কোনো রানি না হলেও জীবনযাপনে কারো চেয়ে কম যাননি।

শুধু দেড় কোটি রুপির কাপেই চা পান করেন না। তার প্রতি মাসে চা পাতা বাবদ খরচ হয় তিন লাখ রুপি।

সম্প্রতি ভারতের একটি পত্রিকা তার দৈনন্দিন জীবনযাপনের খুঁটিনাটি বিষয় নিয়ে খবর প্রকাশ করেছে।  স্বামীর পাশাপাশি নীতার নিজেরও অনেক ব্যবসা রয়েছে। সেসব ব্যবসায় তিনি আবার অনেককেই পেছনে ফেলে দিয়েছেন।

প্রকাশিত খবরের তথ্য জানলে যেকারো চোখ কপালে উঠতে পারে। ওই পত্রিকায় বলা হয়, ভারতীয় বাজারে সবচেয়ে দামি চা দিয়ে শুরু হয় নীতার সকাল। আর যে কাপে তিনি চা খান, তার দাম দেড় কোটি রুপি।

এই কাপ আনা হয়েছে জাপানের 'নোরিতেক' সংস্থা থেকে। কয়েকশ' বছরের পুরনো সংস্থাটি চিনামাটির বাসন তৈরির জন্য বিখ্যাত। তাদের বাসনের দামও আকাশ ছোঁয়া। নীতার চায়ের কাপগুলো সোনার পাতে মোড়া।‌ আর চা পাতা বাবদ তিনি মাসে খরচ করেন তিন লাখ রুপি।

বুলকারি, রাডো, গুচি, কেলভিন ক্লিন, ফসিল— আকাশ ছোঁয়া দামের এসব ব্র্যান্ডের ঘড়ি ছাড়া পরেন না নীতা। ঘড়ির বড় ধরনের সংগ্রহ রয়েছে তার।

আর নীতা যেসব হাতব্যাগ ব্যবহার করেন, এর একেকটির দাম ৩০ থেকে ৪০ লাখ রুপি। এমন অসংখ্য হাতব্যাগ রয়েছে তার। ব্যাগের প্রতি নীতার দুর্বলতা সর্বজনবিদিত। তাই সব সময়ই তাকে নতুন নতুন ব্যাগ ব্যবহার করতে দেখা যায়।

পেড্রো, গার্সিয়া, মার্লিনের মতো দামি ব্র্যান্ডের জুতো ব্যবহার করেন আম্বানি পত্মী। যার দাম শুরুই হয় এক লাখ রুপি থেকে। আর একটা জুতা একবারের বেশি  দ্বিতীয়বার পরতে দেখা যায় না তাকে।‌-হিন্দুস্তান টাইমস।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে