বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৪:৫১:০৭

নাগরিকত্ব পেল প্রথম মনুষ্য রোবট 'সোফিয়া', দিলেন সাক্ষাৎকারও!

নাগরিকত্ব পেল প্রথম মনুষ্য রোবট 'সোফিয়া', দিলেন সাক্ষাৎকারও!

এক্সক্লুসিভ ডেস্ক : রোবটের কথা আমরা সেই ছোটকাল থেকেই পড়ে আসছি। প্রযুক্তির একটি বড় মাধ্যম বা মাত্রা হচ্ছে রোবট। সত্যিকারের মানুষের আকারের রোবট হয়তো আমরা টিভিতেই দেখেছি। কিন্তু এই প্রথমবার মানুষের আকারে নির্মিত হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ড রোবট 'সোফিয়া'। এই রোবট যে শুধু দেখতে মানুষের আকৃতির না কিন্তু নয়।এই রোবট কথাও বলতে পারে। বুধবার তার নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করে সৌদি কর্তৃপক্ষ। খবর- খালিজ টাইমস এর।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সোফিয়া বলছে, ‘নাগরিকত্ব পাওয়ার এই বিরল দৃষ্টান্তে আমি সম্মানিত বোধ করছি। প্রথম রোবট হিসেবে নাগরিকত্ব পাওয়ার ঘটনা সত্যিই এক ঐতিহাসিক দৃষ্টান্ত।’

প্রসঙ্গত, হ্যানসন রোবটিকস নির্মিত সোফিয়া একটি অত্যাধুনিক রোবট। নাগরিকত্ব পাওয়ার পর রিয়াদে তার সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকারে নিজেকে মানুষের মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত রাখার কথা জানায় অত্যাধুনিক এই রোবটটি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে