বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৯:২৭:৪০

মাত্র ২৭ জন জনসংখ্যা নিয়ে গঠিত এই ক্ষুদ্র দেশটি সম্পর্কে কি জানেন?

মাত্র ২৭ জন জনসংখ্যা নিয়ে গঠিত এই ক্ষুদ্র দেশটি সম্পর্কে কি জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জিজ্ঞাসা করলে এতো দিন আপনারা হয়তো ভ্যাটিকান সিটির নাম বলছেন। তবে জেনে রাখুন, ভ্যাটিকান সিটি নয়, বিশ্বের ক্ষুদ্রতম দেশের নাম সিল্যান্ড।

সিল্যান্ড দেশে মাত্র ২৭ জন লোক বাস করে। সিল্যান্ডকে বিশ্বের সব থেকে ছোট দেশ হিসাবে ধরা হয়। বিশ্বযুদ্ধের পর ব্রিটেন এই দেশ তৈরি করেছিল। ১৯৪৩ সালে ব্রিটিশ সেনাবাহিনী এটি তৈরি করে।

প্রথমে এর নাম ছিল ‘এইচএমফোর্ট রগস’। প্রথমে এখানে কিছু মানুষ দেখা শোনা করত। আর এখানে একটি রেডিও স্টেশন ছিল। এ সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্রতীর থেকে ১০ কিমি দূরে অবস্থিত।

একে মাইক্রো নেশন বলা হয়ে থাকে। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছে। ৯ অক্টোবর ২০১২ সালে রয় বেটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয়। আর তার মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক। সিল্যান্ডকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি না দেওয়ার জন্যে একে মাইক্রো নেশন বলা হয়ে থাকে ।

তবে এই দেশের জনসংখ্যা মাত্র ২৭ হলেও তাদের নিজস্ব মুদ্রা রয়েছে। এদিকে, আন্তর্জাতিক স্তরে ভ্যাটিকান সিটিকে সব থেকে ছোট দেশের মান্যতা দেওয়া হয়েছে। সেখানকার জনসংখ্যা মাত্র ৮০০ জন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে