শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৪:৪০:১০

শত কোটি টাকার মালিক দিল মোহাম্মদ খাবারের অভাবে এখন ত্রাণের লাইনে!

শত কোটি টাকার মালিক দিল মোহাম্মদ খাবারের অভাবে এখন ত্রাণের লাইনে!

এক্সক্লুসিভ ডেস্ক : শত কোটি টাকার মালিক দিল মোহাম্মদের ৪টি স্বর্ণের দোকান ছিল। চাষাবাদের জমিও ছিল ৮০ কানি। গরু-মহিষ-ছাগল ছিল অগণিত। ১০-১২ জন কৃষক সারাবছর কাজ করতো তার অধীনে। দু’তলা গাছের বাড়ীতে স্ত্রী পরিজন কামলাসহ ১৮-২০ জনের সংসার তার সুখেই কাটছিল।

রাখাইন রাজ্যের ফকিরাবাজার মিয়ানমার জান্তারা একদিনেই আগুন দিয়ে নিঃস্ব করে ফেলেছে দিল মোহাম্মদকে।এখন তিনি রাস্তার ফকিরে পরিণত হয়েছেন। কুতুপালংয়ের ঝুপড়িতে খাদ্যের জন্য ত্রাণের জন্য লাইনে দাঁড়াচ্ছেন তিনি। কাঙ্গালের মতো চেয়ে থাকতে হচ্ছে তাকে।

দিল মোহাম্মদ জানান, এলাকায় সম্পদশালী এবং তৎকালীন হুক্কাট্টা (চেয়ারম্যান) হিসেবে আইনপ্রয়োগকারী সংস্থাসহ রাখাইনের লোকজন তাকে সমিহ করে চলতো। প্রশাসনের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন কথাও দিয়েছিল এখানে নির্ভয়ে থাকা যাবে, কেউ কিছু করবে না। কিন্তু ১৫ দিন আগে এক রাতেই মিয়ানমার সেনারা আমাকে বাড়ি থেকে ডেকে তোলে, মনে করছিলাম হয়তো তারা কোনো বিষয় নিয়ে তার সঙ্গে আলাপ করতে এসেছে। এমন মনে করে আমি বাড়ির লোকজনদের চা-নাস্তা তৈরি করতে বলি।

তখন রাখাইনের সশস্ত্র যুবকরা আমার স্বয়ং কক্ষে ঢুকে র্স্বণালংকার লুট করতে থাকে। এক পর্যায়ে আমার বুকে বন্দুক তাক করে বলে এই মুহূর্তে বাড়ি হতে বের হয়ে যাও, নইলে সবাইকে পুড়ে মরতে হবে। এ সময় প্রাণ বাঁচাতে এক কাপড়ে সবাইকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মিয়ানমার সেনারা দ্বিতল বাড়িতে আগুন ধরিয়ে দেয়। সেই আগুনের আলোতে আমরা অনেক দূরে চলে এসেছি।

তিনি জানান, পালিয়ে আসার সময় পাড়ার প্রতিবেশিরা ব্যবসা-প্রতিষ্ঠান লুটপাট এবং জ্বালিয়ে দেওয়ার বিষয়টি জানিয়েছে। ওইসব দোকানগুলোতে প্রায় শত কোটি টাকার (কিয়াতের) স্বর্ণালংকার ছিল।

তিনি আরো জানান, ‘এরপর বাংলাদেশে এসে কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছি। আমার গ্রামের লোকজন এসে একটা থাকার জন্য পলিথিনের ঘর নির্মাণ করে দিয়েছে। সে ঘরে অবস্থান নিলেও আমার অন্তর আত্মা বারবার কেঁপে উঠছিল, মিয়ানমারের সেনাদের বর্বরোচিত আচারণ ও চোখের সামনে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার দৃশ্যটি আমাকে হয়তো সারাজীবন তাড়া করে ফিরবে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে