শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭, ০৯:২৪:২৯

ফেসবুকে আলাপ থেকে প্রেম, শেষপর্যন্ত যা ঘটল তা ভয়ঙ্কর

ফেসবুকে আলাপ থেকে প্রেম,  শেষপর্যন্ত যা ঘটল তা ভয়ঙ্কর

এক্সক্লুসিভ ডেস্ক  :  ফেসবুকে আলাপ, তার থেকে প্রেম করে বিয়ে আনন্দ রায়ের সঙ্গে। অভিযোগ, বিয়েতেও ছিল প্রতারণার ছায়া। নিজেকে পুলিস পরিচয় দিয়ে বিয়ে করেন আনন্দ। পরে জানা যায় সে সিভিক ভলান্টিয়ার।  শেষপর্যন্ত ঘটল এক ভয়ঙ্কর ঘটনা।

পণের দাবি মেটেনি কনে পক্ষ । সেই রাগে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রায়গঞ্জের বারোদুয়ারীতে। মৃতার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, শ্বাসরোধ করে জামাই খুন করেছে মেয়েকে।

মৃত দিশা দেবনাথ বর্ধমানের দক্ষিণ শ্রীরামপুর এলাকার বাসিন্দা। দিশার বাপের বাড়ির আরও অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে অত্যাচার শুরু হয়ে যায়। গতকাল বারবার ফোন করেও দিশার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তাঁর পরিবারের লোকজন।

আনন্দকে ফোন করা হলে সে ডিউটিতে আছে বলে এড়িয়ে যায়। পরে সে জানায়, দিশা ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, শ্বাসরোধ করে জামাই আনন্দই খুন করেছে দিশাকে। রায়গঞ্জ থানায় আনন্দ সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন তাঁরা।   --জি নিউজ

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে