শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৬:৫০:০৫

র‌্যাম্পে হাঁটার পূর্বেই মুখ থুবড়ে পড়ে মডেলের মৃত্যু

র‌্যাম্পে হাঁটার পূর্বেই মুখ থুবড়ে পড়ে মডেলের মৃত্যু

এক্সক্লুসিভ ডেস্ক : বয়স মাত্র ১৪ বছর। রাশিয়া থেকে চীনে এসেছিলেন মডেলিং করতে। কিন্তু অতিরিক্ত শারীরিক ধকল সামলাতে পারল না ভ্লাদা জুয়ুবা। এশিয়ান ফ্যাশন শো–এর আসরে র‌্যাম্পে হাঁটার একটু আগে ক্লান্তিতে মুখ থুবড়ে পড়ে প্রাণ হারাল সে।

রাশিয়ার মডেলিংয়ের দুনিয়ায় উল্কার গতিতে জনপ্রিয় হয়ে উঠছিল ভ্লাদা। সম্প্রতি একটি মডেলিং সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল সে। সেই সংস্থার হয়েই এশিয়ান ফ্যাশন উইকের র‌্যাম্পে এসেছিল সে। কিন্তু ফোনে প্রায়শই সে নাকি তার মা–কে জানাত, চীনে এসে প্রচণ্ড শারীরিক পরিশ্রম করতে হচ্ছে তাকে। পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছে না।

অসুস্থও হয়ে পড়ছে। তার মা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। দরকারে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু ধকলের চোটে মেয়ে যে মারাই যাবে, সেটা আঁচও করতে পারেননি তিনি। শুক্রবার ১৩ ঘণ্টা ধরে চলছিল অনুশীলন।

সেখানে র‌্যাম্পে হাঁটার সময় মাথা ঘুরে মুখ থুবড়ে পড়ে ভ্লাদা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, কোমায় চলে গিয়েছে সে। তার সংজ্ঞা আর ফেরেনি। দু’‌দিন পরে সেখানেই মৃত্যু হয় তার। ওই মডেলিং সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবে ভ্লাদার পরিবার।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে