বিনোদন ডেস্ক : 'আল্লাহ কে বন্দে' বা 'তেরি দিওয়ানি'- শুনলেই যাকে মনে পড়বে তিনি বলিউডের বিখ্যাত গায়ক কৈলাশ খের। বলিউডে গানের জগতে অনেকদিনই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি।
সম্প্রতি শেয়ার করলেন তার জীবনের এক অজানা কথা। জানলে হয়তো অবাক হবেন, তিনি নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন! নদীতে ঝাঁপও দিয়েছিলেন! এমনটাই জানান বাহুবলির ‘জয় জয়কারা’র গায়ক।
সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাত্কারে কৈলাশ বলেন, ''একটা সময় অনেক আর্থিক ক্ষতি হয়েছিল আমার। প্রায় এক বছর অবসাদগ্রস্ত ছিলাম। সে সময় জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আত্মহত্যা করব বলে নদীতে ঝাঁপও দিয়েছিলাম। কিন্তু আমার এক বন্ধু বাঁচিয়ে দিল।''
গানের কেরিয়ার শুরু করার আগে বিভিন্ন রকম কাজ করেছেন কৈলাশ। কখনও নিজের ব্যবসা করেছেন, কখনও বা সেলসের কাজ। তবে বলিউডে সুযোগ পাওয়ার পরে আর ফিরে তাকাতে হয়নি।
১৬ বছরের সফল জার্নির পর কৈলাশ মনে করেন, ''আজ যদি সে দিনের ছেলেটার সঙ্গে আমার দেখা হতো, আমি ওকে আত্মহত্যা করতে যাওয়া থেকে আটকাতাম।''
এমটিনিউজ/এসএস