শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ১০:২৪:২০

পৃথিবী কি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? বিজ্ঞানীদের সতর্কবার্তা

পৃথিবী কি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে? বিজ্ঞানীদের সতর্কবার্তা

এক্সক্লুসিভ ডেস্ক : আবারও এক চাঞ্চল্যকর বিষয় উঠে এল বিজ্ঞানীদের হাত ধরে। শোনা যাচ্ছে যে পৃথিবী ক্রমশই তার ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল, সে এবার তার দোরগোড়ায় পা রাখল।

ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর এক নয়া গবেষণায় এমনই তথ্য নাকি উঠে এসেছে। সেখানে বলা হচ্ছে, বিশ্বে ক্রমশই পাখি থেকে জিরাফ, বিভিন্ন প্রজাতির প্রাণীর সংখ্যা কমছে দিন দিন। এই ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্বের মহামারী হিসেবেই দেখছেন। আর এই মহামারীই পৃথিবীকে ঠেলে দিতে চলেছে ধ্বংসের পথে।

মেক্সিকো সিটির এক বিশ্ববিদ্যালয়ের গবেষকের মতে, এই বিষয়টি শুধুমাত্র অ্যাকাডেমিক রিসার্চ পেপারের জন্যই আপাতত লেখা হয়েছে। এই লেখার ওপর ভিত্তি করে এখনই কিছু বলা বা সিদ্ধান্তে ঠাসা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি।

বৈজ্ঞানিকদের মতে, ১০০ বছরের মধ্যে ২০০-এর বেশি প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে। বন্যপ্রাণীদের বাসস্থান কমে আসায় তাদের সংখ্যার ওপরেও প্রভাব পড়েছে। তাই একটা আশঙ্কার কথা উঠে আসছে, যদিও এখনই কিছু বলতে রাজি নন তারা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে