শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ১০:৪৯:১৪

এই মন্দিরের পুরোহিতদের জীবনযাপন হার মানাবে রাজা-বাদশাদেরও

এই মন্দিরের পুরোহিতদের জীবনযাপন হার মানাবে রাজা-বাদশাদেরও

এক্সক্লুসিভ ডেস্ক : তাদের জীবনযাপন অনেক ক্ষেত্রে হার মানাবে রাজা-বাদশাদের। বিদেশিদের থেকেও তারা অনেক বেশি বিলাসব্যসনে দিন কাটান। 'তারা' আর কেউ নন। তারা হলেন উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত।

তাদের সম্পর্কে এমনই উপলব্ধি বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চের। উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত বিখ্যাত একটি মন্দির।

সম্প্রতি উজ্জয়িনীর মহাকাল মন্দিরে গিয়েছিলেন বিচারপতি মিশ্র। কিন্তু, সেখানকার পুরোহিতদের বিলাসী জীবন দেখে তিনি রীতিমতো তাজ্জব।

বিচারপতি বলেন, 'পুরোহিতেরা সব রকমের আধুনিক জীবনযাপন করেন। যা অনেক ক্ষেত্রে রাজপুত্রদের ধাক্কা দেবে।' বিচারপতি মিশ্র জানান, পুরোহিতদের কয়েক জন রীতিমতো ভিআইপি সুবিধা পান।

পাশাপাশি, মন্দিরের একটি গেস্ট হাউসের বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, সেখানে রয়েছে সব রকমের আধুনিক মানের ভিআইপি ব্যবস্থা। যদিও সেখানকার শীতাতাপনিয়ন্ত্রণ ব্যবস্থা খুব একটা ভাল নয় বলেও মন্তব্য করেন বিচারপতি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে