রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০৮:৪৩:৩৫

বাবা হলেন সৌদি আরবের সবচেয়ে কম বয়সী বর!

বাবা হলেন সৌদি আরবের সবচেয়ে কম বয়সী বর!

এক্সক্লুসিভ ডেস্ক : বরের বয়স মাত্র ষোলোর কোঠায় আর বধুর বয়স পনেরো। সৌদি আরবের সবচেয়ে কম বয়সী স্বামী স্ত্রী। বিয়ের মাত্র দেড় বছরের মাথায় সন্তানের বাবা হলেন আলী আল কইছি। বিয়ের সময় আলী আল কইছি অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আলী নিজের চাচার কন্যাকে বিয়ে করার পর দেশটির নানা অঞ্চলে বিতর্ক ছড়িয়ে পড়েছিল। সে সময় সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার জন্ম দেয় তাদের বিয়ে। অনেকে এ বিয়েকে স্বাগত জানালেও বিরোধীদের সংখ্যাও কম ছিল না।
সূত্র : আল আরাবিয়া ডটনেট
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে