রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০২:৪৮:২৩

জাতীয় ক্রিকেট দলে ডাক পেলেন রুটির দোকানের এক কর্মচারী

জাতীয় ক্রিকেট  দলে ডাক পেলেন রুটির দোকানের এক কর্মচারী

এক্সক্লুসিভ ডেস্ক : কথায় আছে, প্রতিভা কখনও লুকিয়ে থাকে না। কোনও না কোনও ভাবে ছড়িয়ে পড়ে এক দিন। এমন বহু প্রতিভাবান মানুষই রয়েছেন, যাঁরা বহু লড়াইয়ের পরে শীর্ষে উঠেছেন, নজরে এসেছেন গোটা বিশ্বের। ফুটপাতের এক সামান্য দোকানি হনন খান-এর ক্ষেত্রেও হয়তো এই ঘটনাই ঘটতে চলেছে। করাচির রাস্তায় পাও-ভাজি বিক্রি করেন হনন। সম্প্রতি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন তিনি। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, ওপেনার হিসেবে হনন-এর জুরি মেলা ভার। বিশ্বের আক্রমণাত্মক বোলারদেরও চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানোর ক্ষমতা রয়েছে তাঁর। মারকুটে এই ব্যাটসম্যান আপাতত পাকিস্তানের টি-টোয়েন্টি দলে খেলবেন।

মালয়েশিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেই দলের হয়ে ওপেন করবেন হনন। শোনা যাচ্ছে, বড় ময়দানে এর আগে কখনও খেলতে নামেননি তিনি। আসন্ন সিরিজের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে হননকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে।

দলে নির্বাচিত হওয়ার পরে খুশি এই পাক ব্যাটসম্যানও। জানিয়েছেন, দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি মালয়েশিয়ার বিরুদ্ধে লাহোরে সীমিত ওভারের ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। সেই ম্যাচে হনন সাফল্য পান কি না, তা সময়ই বলবে। -এবেলা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে