রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ০৬:২৪:৩৪

ধরা খেয়ে থানায় বিয়ে

ধরা খেয়ে থানায় বিয়ে

এক্সক্লুসিভ ডেস্ক : প্রথমে মোবাইলের মাধ্যমে পরিচয়। তারপর প্রণয়। দীর্ঘদিনের সেই প্রণয়কে পরিণয়ে রূপ দিতে অজানার উদ্দেশে পাড়ি জমাতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে তাদের মধ্যস্থতায় পরিণয় হয়েছে খোদ থানাতেই। এই ঘটনাটি ঘটেছে সিলেটের বিশ্বনাথে শনিবার সকালে।

জানা গেছে, উপজেলার গন্ধারকাপন গ্রামের সুহেল মিয়ার ছেলে আমিনুর রহমান ও ধোপাখলা গ্রামের শিপন মিয়ার মেয়ে ইয়াছমিন বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে মন দেয়া-নেয়া চলছিল। মোবাইলের মাধ্যমে তাদের পরিচয়ের সূত্রপাত হয়। প্রায় তিন মাস পূর্বে আমিন-ইয়াছমিন ঘর ছেড়ে অজানার উদ্দেশে পাড়ি জমায়। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সরিষপুর ইয়াছির আলীর কলোনি থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

শনিবার সকালে উভয় পরিবারের সম্মতিতে ৫০ হাজার টাকা দেনমমোহরে থানাতেই বিয়ে পড়ানো হয় প্রেমিকজুটি আমিন-ইয়াছমিনের। বিয়েতে পুলিশ কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেন থানার এএসআই জামাল খান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে