রবিবার, ২৯ অক্টোবর, ২০১৭, ১১:৫৬:৫৯

এই তিন রাশির ছেলের প্রতি মেয়েরা দুর্বল

এই তিন রাশির ছেলের প্রতি মেয়েরা দুর্বল

মিথুন
আপনি কি মিথুন রাশির জাতক? তাহলে নিঃসন্দেহে আপনি ভাগ্যবান।  কারণ নারীদের আকর্ষণ করার ক্ষমতা আপনার সহজাত।  এর জন্য আলাদা কোনও পরিশ্রম আপনাকে করতে হয় না।  মিথুন রাশির পুরুষরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হন এবং এজন্যই মেয়েরা সহজেই এদের প্রেমে পড়ে যান।
এরা জানে কীভাবে মেয়েদের সঙ্গে কথা বলতে হয়।  তাই মেয়েরা সহজেই এদের বিশ্বাস করে ফেলেন।

সিংহ
সিংহ রাশির পুরুষরা খুব ভালো মনের মানুষ হন।  এদের রোমান্টিক প্রকৃতি সহজেই মেয়েদের আকর্ষণ করে।  সিংহ রাশির পুরুষদের সঙ্গে ফ্লার্ট করতে মেয়েরা কুণ্ঠিত নন।  সিংহ রাশির পুরুষরা সাধারণত প্রভাবশালী হন।  মেয়েদের সঙ্গে এরা সহজেই বন্ধুত্ব করতে পারেন।  ছেলেদের এই সব গুণের প্রতি সহজেই আকৃষ্ট হন মেয়েরা।

তুলা
তুলা রাশির পুরুষরা সবার চেয়ে আলাদা হন।  তাদের স্টাইল অন্যদের থেকে একেবারে আলাদা।  আর এই অন্যরকম স্টাইলের প্রতিই সহজে আকৃষ্ট হন মেয়েরা।  নানা রকম চারিত্রিক বৈশিষ্ট্যের সমাহার হয় এদের মধ্যে।  ভালোবাসা ও কর্তব্যের মধ্যে ব্যালান্স রাখতে পারেন এরা।  এদের সঙ্গে কিছু সময় কাটালেই এদের প্রতি মেয়েদের আলাদা একটা আকর্ষণ তৈরি হয়ে যায়।
এমটিনিউ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে