সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭, ১০:৪০:২৫

রোগীর পেট থেকে বের হলো ৬৩৯টি লোহার পেরেক

রোগীর পেট থেকে বের হলো ৬৩৯টি লোহার পেরেক

এক্সক্লুসিভ ডেস্ক : অস্ত্রোপচার করে রোগীর পেট থেকে বের করা হল বিভিন্ন মাপের পেরেক। বড়, মাঝারি ও ছোটো মাপের অন্তত ৬৩৯টি লোহার পেরেক বের করা হয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কলকাতা মেডিক্যাল কলেজে ঘটেছে এই ঘটনাটি।

প্রদীপ ঢালি (৪৮)। বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। বেশ কিছুদিন ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন। প্রথমে এক স্থানীয় চিকিৎসককে দেখান। এরপর উত্তর ২৪ পরগনা জেলা হাসাপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দেখে তাকে মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পেটে ব্যথা নিয়ে রোগীদের হাসাপাতালে ভর্তি হওয়ার ঘটনা বিরল নয়। আর তাই প্রথমে ঘটনাটি ঠিক ঠাহর করতে পারেননি শল্যবিভাগের চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাস। আর সে কারণেই এক্সরে করার নির্দেশ দেন। কিন্তু, এক্সরে রিপোর্ট দেখে অবাক হয়ে যান তিনি। দেখেন, প্রদীপবাবুর পাকস্থলীর ভিতরে সারি দিয়ে রয়েছে লোহার পেরেক।

গতকাল প্রদীপবাবুকে হাসপাতালে ভর্তি করা হলেও আজ সোমবার সকালে তার চিকিৎসা করা হয়। টানা তিন ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। পেট থেকে ৬৩৯টি পেরেক বের করা হয়। ছোটো, মাঝারি ও বড় সব সাইজ়েরই পেরেক পাওয়া গেছে।

তবে অস্ত্রোপচারের পর এখন সুস্থই রয়েছেন প্রদীপবাবু। ইতিমধ্যেই তাকে জেনেরাল বেডে দেওয়া হয়েছে। চিকিৎসা চলছে। ১০ দিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে বলে জানান সিদ্ধার্থবাবু।  

কিন্তু, কীভাবে অতগুলি পেরেক তার পেটে গেল? এ বিষয় পরিবারের সদস্যরা জানান, মাটির সঙ্গে মিশিয়ে নাকি মাঝেমধ্যেই পেরেক খেতেন প্রদীপবাবু। তবে অস্ত্রোপচার সফল হলেও এখনও তাকে পর্যবেক্ষণেই রাখা হবে বলে জানা গেছে।
এমটিনিউজ/এসএস   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে