এক্সক্লুসিভ ডেস্ক : এক আঘাতেই একটি গোটা দেশ ধ্বংস করার ক্ষমতাসম্পন্ন এবং হিরোশিমায় ফেলা বোমার চেয়ে এক হাজার গুণ বেশি শক্তিশালী আন্তঃমহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্রর পরীক্ষা চালিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে মহাকাশকেন্দ্র প্লেসটেক কসমোড্রোম থেকে শয়তান-২ নামের পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীামূলক উৎপেণ করা হয়েছে। ভয়ঙ্কর শক্তিধর এ ক্ষেপণাস্ত্রকে আরএস-২৮ সারমাতও বলা হয়।
উৎপেণের পর পাঁচ হাজার ৭৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ার কুরা অঞ্চলে গিয়ে পড়ে সেটি। রাশিয়া তাদের দূরপ্রাচ্যের কুরা অঞ্চলে আন্তঃমহাদেশীয় বিধ্বংসী পেণাস্ত্র (আইসিবিএম) ফেলে এর প্রভাব পরীা করে। বলা হচ্ছে, শয়তান-২ পেণাস্ত্র একসাথে ১২ থেকে ১৬টি পরমাণু বোমা বহনে সম এবং এর এক আঘাতে একটি পুরো দেশ ধ্বংস হয়ে যেতে পারে।
রাশিয়ার পরমাণু অস্ত্রের পরীার অংশ হিসেবে একই দিন পরমাণু ডুবোজাহাজ থেকে আরো তিনটি আইসিবিএমের পরীা চালানো হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মহড়ায় অংশ নেন এবং চারটি পেণাস্ত্রের উৎপেণ উদ্বোধন করেন তিনি। প্রতিরা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের পরমাণু অস্ত্রের ব্যবস্থাপনার জন্য মহড়া চালিয়েছে তারা। এ মহড়ার সব উদ্দেশ্যই সফলভাবে সম্পূর্ণ হয়েছে।
গত মাসে রাশিয়া ও বেলারুশ যৌথ সামরিক মহড়া চালিয়েছিল। তাদের এ ব্যাপকভিত্তিক যুদ্ধের মহড়া ন্যাটোর ইউরোপীয় সদস্য পোলান্ড ও কিছু বাল্টিক দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
শয়তান-২ বা আরএস-২৮ সারমাত যে নামেই ডাকা হোক না কেন, বলা হচ্ছে এটিই রাশিয়া এবং এই মানব গ্রহের সবচেয়ে শক্তিশালী ও প্রাণঘাতী পেণাস্ত্র। যুক্তরাজ্যের সংবাদপত্র দি সান জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়ে এক হাজার গুণ বেশি শক্তির বোমা বহনে সক্ষম শয়তান-২। ১৬টি বোমা বহনে সম এই পেণাস্ত্রের এক আঘাতে ফ্রান্সের মতো দেশ ধ্বংস হয়ে যেতে পারে।
চলতি বছরের শুরুর দিকে মস্কো ভিক্টোরি ডে প্যারেডের মহড়ায় দেখা গিয়েছিল আরএস-২৮ সারমাত। শয়তান-২ উৎপেণ স্থান থেকে প্রায় ১১ হাজার কিলোমিটার পথ উড়ে গিয়ে ল্যবস্তুতে আঘাত করতে পারে। এর ওজন ১০০ টন। আনুষ্ঠানিক নাম আরএস-২৮ সারমাত হলেও বলা হচ্ছে, এই পেণাস্ত্রের মাধ্যমে সাবেক সোভিয়েত আমলের পেণাস্ত্র সমতায় ফিরতে চান প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার পেণাস্ত্র উৎপাদন কোম্পানি ম্যাকেয়েভ ডিজাইন ব্যুরো আরএস-২৮ সারমাত তৈরি করেছে। এমন সময় এই পেণাস্ত্রের পরীা চালানো হলো যখন পরমাণু বোমা ফেলতে সম হাইপারসনিক পিএকে-ডিএ যুদ্ধবিমান তৈরি করছে পুতিন সরকার।-বিবিসি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস