এক্সক্লুসিভ ডেস্ক : মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে শীর্ষে নাম এসেছে দুবাইয়ের। বিমানসংস্থা হিসেবেও সেরা হয়েছে দুবাইয়ের আমিরাত এয়ারলাইনস। ভোটের মাধ্যমে দুবাইকে জিতিয়ে বিশ্ব পর্যটন অ্যাওয়ার্ডের যোগ্য বানিয়েছেন সারাবিশ্বের পর্যটকরা।
চলতি সপ্তাহ জুড়ে দুবাইয়ের আরমানি হোটেলে চলা অনুষ্ঠানে ৪০০ জন ভ্রমণপিয়াসু ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মকান্ডের পর দুবাইকে পুরস্কৃত করা হয়।
আকৃতিতে দুবাইয়ের বুর্জ খলিফা দালান ও রাজকীয়তার দিক থেকে মদিনার শেখের দালান দ্য জুমেইরাহ আল কাসরকে আকর্ষনিয় বলে ভোট করেছে পর্যটক ও ট্রাভেল এজেন্সি কর্মকর্তারা। এছাড়া মধ্যপ্রাচ্যের সেরা থিম পার্ক হিসেবে খেতাব জিতেছে ফেরারি ওয়ার্ল্ড আবু ধাবি, সৈকত হিসেবে সাদিয়াত আইল্যান্ড।-খালিজ টাইমস
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস