রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৫:৫৪:০৬

কর্মজীবনে মেজ সন্তানরাই বেশি সফল!

কর্মজীবনে মেজ সন্তানরাই বেশি সফল!

এক্সক্লুসিভ ডেস্ক: পরিবারে বড় বা ছোট সন্তানের চেয়ে মেজ সন্তানরা বুদ্ধিমান, বন্ধুবৎসল, ধৈর্যশীল, সহনশীল, ডিপ্লোম্যাটিক ও  ব্যক্তিগত এবং কর্মজীবনে বেশি সফল হয়। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
 
ইউনিভার্সিটি অব অ্যাডিনবার্গের একটি অ্যানালাইসিস গ্রুপ এবং ইউনিভার্সিটি অব সিডনির সাম্প্রতিক একটি গবেষণা জানিয়েছে এমন তথ্য।
 
পাঁচ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে পাওয়া তথ্য মতে, মেজ সন্তানরা ব্যক্তিগত এবং কর্মজীবনে বেশি সফলতা লাভ করেন।
 
প্রতিবেদনটি বলছে, পরিবারে বড় বা ছোট সন্তানের চেয়ে মেজ সন্তনরা নিজেদের অবহেলিত মনে করে। কারণ বড় সন্তান অনেক বেশি মনোযোগ পায় বাবা-মায়ের। আর ছোট সন্তান পায় সহানুভূতি।
 
টিমে মিলেমিশে কাজ করার ক্ষেত্রেও অন্য সন্তানদের চেয়ে মেজ সন্তানরা ভালো করে। কারণ মেজ সন্তান জন্মের পরে একটি টিম পায়। পরিবারের মেজ সন্তানকে জন্মের পর বড় সন্তানের সঙ্গে সবই ভাগাভাগি করে নিতে হয়। মিলেমিশে থাকার গুণটা তাই মেজ সন্তানের মাঝেই বেশি থাকে, যা পরবর্তীতে কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসে।
 
এছাড়া মেজ সন্তানের মাঝে ইগো’র সমস্যা কম থাকে। তারা অনেক বন্ধুবৎসল হয়।-টাইমস অব ইন্ডিয়া।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে