রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৬:২৩:০৩

বাড়ির উঠোনে 'বিশ্বযুদ্ধের বোমা'! পুলিশের পরীক্ষায় ভুল ভাঙে!

বাড়ির উঠোনে 'বিশ্বযুদ্ধের বোমা'! পুলিশের পরীক্ষায় ভুল ভাঙে!

এক্সক্লুসিভ ডেস্ক : সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে পায়চারি করছিলেন বৃদ্ধ। হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকে যেতেই দেখেন প্রায় ৪০ সেন্টিমটার লম্বা, কালো রঙের একটি বস্তু মাটিতে পড়ে আছে।

প্রথম দেখাতেই বৃদ্ধ আঁতকে ওঠেন। তার বাড়িতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা পড়ে আছে! সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন। পুলিশও তড়িঘড়ি ছুটে আসে।

শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। প্রাথমিক ভাবে পুলিশেরও মনে করেছিল সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা। কিন্তু একটু পরেই সেই ভুল ভাঙে। না, সেটা কোনও বোমা নয়! আসলে সেটা একটা বিশাল এগপ্ল্যান্ট। অনেকটা বোমার মতোই দেখতে সেটা।

পুলিশ জানিয়েছে, প্রথম দেখাতেই যে কারও ওই এগপ্ল্যান্টকে বোমা ভেবে ভ্রম হতে পারে। প্রায় ৫ কিলোগ্রাম ওজনের ওই এগপ্ল্যান্ট বৃদ্ধের বাড়িতে কেউ ফেলে দিয়ে গিয়েছিল। ঘটনাটি জার্মানির কার্লশ্রুহে শহরের।

জার্মানিতে হামেশাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমার সন্ধান মেলাটা খুব একটা অপরিচিত দৃশ্য নয়। গত আগস্টেই ১৪০০ টনের একটি বোমা উদ্ধার হয় ফ্রাঙ্কফুর্টে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে