রবিবার, ০৫ নভেম্বর, ২০১৭, ০৮:০৪:৪২

আপনিও কি প্রেমে পড়ছেন? তাহলে জেনে নিন, প্রেমে পড়ার এই লক্ষণগুলি

আপনিও কি প্রেমে পড়ছেন? তাহলে জেনে নিন, প্রেমে পড়ার এই লক্ষণগুলি

এক্সক্লুসিভ ডেস্ক :  সম্পর্ক অনেক ধরনের হয়। কখনও কখনও দুজন প্রাপ্তবয়ষ্ক ব্যক্তির মধ্যে এমন এক ধরনের যোগাযোগ তৈরি হয়, যা বাকি সব সম্পর্কের থেকে একেবারে আলাদা।

কিন্তু বুঝতে পারছেন না যে, আপনি সেই ব্যক্তির প্রেমে পড়েছেন কিনা? তাহলে জেনে নিন সেই লক্ষণগুলো, যা থেকে নিমেষে বুঝে যাবেন আপনি প্রেমে পড়তে চলেছেন। আপনিও কি প্রেমে পড়ছেন? তাহলে জেনে নিন, প্রেমে পড়ার এই লক্ষণগুলি :-

► ১) সারাদিনে প্রায় সারাক্ষণ একে অপরের সঙ্গে ফোনে কথা বলছেন। সারাদিনের সমস্ত কথা একে অপরের সঙ্গে শেয়ার করছেন। মাঝরাতে কথা বলা আপনাদের ডেইলি রুটিং।

► ২) সোশ্যাল মিডিয়ায় ছবি কিংবা জোকস অথবা স্ট্যাটাস, কিছু পোস্ট করেছেন। কিন্তু পরিচিত সকলের মধ্যে থেকে সেই নির্দিষ্ট ব্যক্তির প্রতিক্রিয়ার অপেক্ষা করছেন।

► ৩) বন্ধু কিংবা পরিবারের সঙ্গে কোনও প্ল্যান হয়েছে। কিন্তু যেই সেই ব্যক্তির সঙ্গে অন্য কোনও প্ল্যান হল, তখনই আপনি বন্ধুদের সঙ্গে কোথাও যাওয়ার পরিকল্পনা বাতিল করে দিলেন।

► ৪) একে অপরের সমস্ত কথা জানেন। ব্যক্তিগত সমস্ত কথা একে অপরের সঙ্গে শেয়ার করেন।  --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে