এক্সক্লুসিভ ডেস্ক : বলিউডে বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা স্বামীর চেয়েও বেশি জনপ্রিয়। বলতে পারেন স্ত্রী'র সুবাদে অনেক স্বামীই পরিচিতি পেয়েছেন।
সেই দৃষ্টিকোণ থেকে তারা বেশ ভাগ্যবানই বটে! নিজস্ব পরিচয়, নিজস্ব পরিচিতি থাকলেও, স্ত্রীদের জনপ্রিয়তার জেরেই তাদের চেনা। আসলে, এরা প্রত্যেকেই বলিউড সুন্দরীদের স্বামী।
১. এই তালিকায় প্রথমেই বলতে হবে ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের নাম। অভিষেক নিজেও অভিনেতা। অমিতাভ বচ্চনের ছেলে। তবে জনপ্রিয়তায় অভিষেকের থেকে অনেক বেশি এগিয়ে ঐশ্বরিয়া।
২. ধর্মেন্দ্র ও হেমা মালিনীর ক্ষেত্রে বিষয়টি একটু জটিল বটে! প্রথম দিকে জনপ্রিয়তায় সমান সমান থাকলেও পরবর্তিতে ধর্মেন্দ্রকে ছাড়িয়ে যান হেমা। এরপর রাজনীতিতে নাম লিখিয়ে সাংসদ হওয়ার পর থেকে জনপ্রিয়তার পাশাপাশি প্রভাবশালীও বনে যান হেমা।
৩. বিপাশা বসু ও করন সিংহ গ্রোভারের ক্ষেত্রেও এক। দু’জনেই অভিনেতা। তবে করন থেকে অনেক বেশি জনপ্রিয় বিপাশা।
৪. ১৯৯৯ সালে বিয়ে করেছিলেন মাধুরী দীক্ষিত এবং পেশায় চিকিৎসক রাম মাধব নেনে। মাধুরীর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে কিছু বলার নেই।
৫. ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন সাবেক মিস ইন্ডিয়া এবং বলিউড ডিভা জুহি চাওলা। জুহির স্বামী জয় মেহতা এক জন ব্যবসায়ী।
৬. ব্যবসায়ী অনিল ঠাডানির সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল রাভিনা ট্যান্ডনের। অনিল এক জন ফিল্ম ডিস্ট্রিবিউটরও বটে। তবে জনপ্রিয়তায় কে বেশি তা আর বলার অপেক্ষা রাখে না।
৭. বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি। ২০১১ সালে বিয়ে করেছিলেন দুবাইয়ের বাসিন্দা হোটেল ব্যবসায়ী পিটার হাগকে। সেলিনার জনপ্রিয়তা পিটারের থেকে অনেক বেশি।
৮. প্রীতি জিনতা ২০১৬ সালে বিয়ে করেছেন আর্থিক বিশ্লেষক জেনে গুডএনাফকে। বহুদিন অভিনয় না করলেও, প্রীতির জনপ্রিয়তা আজও কমেনি। জেনেকে প্রীতির জন্যই চেনেন বেশির ভাগ মানুষ।
এমটিনিউজ/এসবি