এক্সক্লুসিভ ডেস্ক : ছেলে MBA পাস করেছে। আর সমাবর্তনে তার গ্রাম্য, সহজ সরল মা'কে নিয়ে উপস্থিত ছিল।
এই অনুষ্ঠানে তাকে নিয়ে এসে হয়তো গর্ভধারিণীর ঋণ কিছুটা পরিশোধের চেষ্টা।
আধুনিক উচ্চবিত্ত সমাজে, আকাশ সংস্কৃতির যুগে এই মা সকলের সাথে বড়ই বেমানান, কিন্তু তার উপস্থিতি সকলকে আরও একবার দেখিয়ে দিলো মা ই শ্রেষ্ঠ শিক্ষক, যিনি সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেন ...
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস