রবিবার, ১২ নভেম্বর, ২০১৭, ১০:০৩:৫৩

দিনদুপুরে রাস্তার মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তিনতলা বাড়ি!

দিনদুপুরে রাস্তার মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তিনতলা বাড়ি!

এক্সক্লুসিভ ডেস্ক : দিনদুপুরে ব্যস্ত রাস্তা দিয়ে তখনও চলাচল করছে অসংখ্য মানুষ। হঠাৎ তারা দেখলো পাশের একটি তিনতলা বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লো তাদের সামনেই রাস্তার ওপর।

ওখানে উপস্থিত এক বাসিন্দা সেই মুহুর্তের ভিডিও ধারণ করে তার মোবাইলে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেই এখন ভাইরাল।

ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায়। ভিডিওতে দেখা যায়, বিল্ডিংটি দাঁড়িয়ে আছে। আচমকা সেটি হুড়মুড়িয়ে রাস্তার ওপর ভেঙে পড়ল।

তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও। কারণ, আগে থেকে ওই বাড়িতে বসবাসরত বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় অন্য স্থানে।

জানা গেছে, রাস্তা সম্প্রসারণের কাজের জন্য বাড়ির একাংশ ভেঙে দেয়া হবে- এ নোটিশ বাড়ির মালিককে আগে দেয়া হয়েছিল। রাস্তার পাশেও ওই তিনতলা বাড়িটির বাসিন্দারা নোটিশ পেয়েই সরে যায়। তাই বড় ধরনের কোনো বিপদ হয়নি।

এক প্রত্যক্ষদর্শী জানান, দেখতে দেখতেই খেলনার মতো ভেঙে পড়ল গোটা বাড়িটা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি। কীভাবে ভেঙে পড়ল বাড়িটা- তা খতিয়ে দেখছে প্রশাসন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে