বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০৩:৩২:৪৯

মায়ের আইফোনের ফেস আইডি আনলক করল ১০ বছর বয়সী ছেলে!

মায়ের আইফোনের ফেস আইডি আনলক করল ১০ বছর বয়সী ছেলে!

এক্সক্লুসিভ ডেস্ক : আইফোন ১০-এ বায়মেট্রিক নিরাপত্তা ফিচার হিসেবে টাচ আইডি’র পরিবর্তে যুক্ত করা হয়েছে ফেস আইডি। তবে শুরু থেকেই আলোচনায় রয়েছে নতুন এই ফিচারটি। এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

একাধিক পরীক্ষায় দেখা গেছে এই ফিচারটি বেশ শক্তিশালী। তবে বিপত্তি ঘটার সম্ভাবনাও কিন্তু রয়েছে। বিশেষ করে পরিবারের একাধিক সদস্যের চেহারা যদি প্রায় একই রকম হয় এবং চেহারার বিভিন্ন বৈশিষ্ট্যে মিল থাকে।

ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওর সূত্র ধরে এমনই এক ঘটনা প্রকাশ করেছে ওয়্যারড। এ ভিডিওতে দেখা গেছে, সানা শেরওয়ানি নামের এক নারীর আইফোন ১০-এ থাকা ফেস আইডি খুব সহজেই আনলক করতে সমর্থ হয়েছে তাঁর ১০ বছর বয়সী ছেলে আম্মার মালিক।

এ বিষয়ে অ্যাপল এর আগে জানিয়েছিল, এমন ঘটনা প্রতি ১০ লাখে একটি ঘটতে পারে। এক্ষেত্রে হয়তো তেমনটিই হয়েছে।

মজার ব্যাপার হলো শুধু যে মায়ের ফোনই আনলক করেছে আম্মার তা নয়। একাধিকবার চেষ্টার পর তাঁর বাবার ফোনও আনলক করেছে সে।

ওয়্যারডকে দেওয়া সাক্ষাৎকারে পরিবারটি জানায়, আরও উজ্জ্বল আলোতে পুনরায় চেহারা স্ক্যান করার পর মায়ের ফোন আনলক করতে ব্যর্থ হয় আম্মার। তবে কয়েকবার চেষ্টা করার পর আবারও সে ফোনটি আনলক করতে সমর্থ হয়েছিল।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে