বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭, ০৯:০৪:৩৯

একা পুরুষদের দোষ দিয়ে লাভ নেই- কাজ পেতে মেয়েরা শরীর বিলিয়ে দেয়: মুকেশ

একা পুরুষদের দোষ দিয়ে লাভ নেই- কাজ পেতে মেয়েরা শরীর বিলিয়ে দেয়: মুকেশ

এক্সক্লুসিভ ডেস্ক: হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে  হয়রানির অভিযোগ ওঠার পর থেকে গোটা বিশ্বের চলচ্চিত্রে এটা নিয়ে আলোচনা হচ্ছে। বাদ নেই মুম্বাই পাড়ার ইন্ডাস্ট্রিও। কাস্টিং কাউচ ইস্যুতে মুখ খোলার পাশাপাশি নির্মাতা-প্রযোজকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলছেন অনেকেই। এক্ষেত্রে বেশিরভাগ মানুষই প্রযোজক ও নির্মাতাদের দুষছেন।

তবে অন্য পথে হাঁটলেন বলিউডের বর্ষীয়ান প্রযোজক মুকেশ ভাট। তিনি মনে করেন নারী-পুরুষ উভয়েরই দোষ রয়েছে। মুকেশ ভাট বলেন, এই সমস্যার কোনও সমাধান নেই। কারণ প্রত্যেক স্টুডিওর জন্য নীতি পুলিশ বসানো সম্ভব না। তাছাড়া হেনস্থার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই অপরাধ রয়েছে।

তিনি আরও বলেন, হ্যাঁ এটা ঠিক, পুরষরা বেশিরভাগই এরকম। তবে আজকাল নারীরাও কম যায় না। কাজ পেতে নিজেরাই শরীর বিলিয়ে দেয় তারা। কাজ পাওয়ার অন্যতম হাতিয়ার হিসেবে শরীরকে ব্যবহার করে মেয়েরা। সুতরাং একা পুরুষদের দোষ দিয়ে লাভ নেই।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে