বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭, ০৪:৩৫:১২

এশিয়ার সবচেয়ে ধনী এই পরিবারের সম্পদের পরিমান জানলে আপনিও চমকে উঠবেন!

এশিয়ার সবচেয়ে ধনী এই পরিবারের সম্পদের পরিমান জানলে আপনিও চমকে উঠবেন!

এক্সক্লুসিভ ডেস্ক : এশিয়ার ধনীতম পরিবার হিসেবে ফের ফোর্বস পত্রিকার তালিকায় শীর্ষে জায়গা করে নিলেন আম্বানিরা। ২,৯২৪৬৫৬০০০০০০ কোটি রুপির সম্পত্তির মালিক আম্বানিরা।

এশিয়ার দশ ধনীতম পরিবারের মধ্যে আম্বানিরাই একমাত্র ভারতীয় যারা এই তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছেন। ফোর্বস এই তালিকায় আম্বানিদের শীর্ষে বসানোর পাশাপাশি জানিয়েছে ২০১৬ থেকে বিপুল হারে বেড়েছে আম্বানিদের সম্পত্তি।

এক্ষেত্রে বিশেষ করে অনিল আম্বানির রিলায়েন্স জিও-র উল্লেখ করা হয়েছে। আম্বানিরা ছাড়াও ৫০টি দেশের তালিকায় জায়গা করে নিয়েছে আরও কয়েকটি ভারতীয় ধনী পরিবার। তালিকায় ১১তম স্থানে রয়েছে প্রেমজি পরিবার, তারপরেই রয়েছে হিন্দুজারা।

উল্লেখযোগ্য ভাবে ১৪ তম স্থানে রয়েছেন মিত্তলরা। ১৬তম স্থানে রয়েছেন মিস্ত্রীরা আর অনেকটাই পিছিয়ে পড়েছেন বিড়লারা। তারপরে একে একে এসেছে গোডরেজ, বাজাজ, জিন্দালরা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে