বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫, ১১:২৩:৪৬

আড়াই কোটির হিটলারি বাইক

আড়াই কোটির হিটলারি বাইক

এক্সক্লুসিভ ডেস্ক: একটা বাইকের দাম আড়াই কোটি টাকা! হ্যাঁ, বাইকের মতোই বাইক।  বয়স পেরিয়েছে ৭০।  তবে এখনো যে বাইকারদের স্বপ্নের মেশিন তা নিয়ে কোনো সন্দেহ নেই।  এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

 

এমন জিনিসের জন্য যে ব্র্যাড পিট অতগুলো পাউন্ড খরচ করবেন সেটা স্বাভাবিক।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের নাত্‍‌সিদের ব্যবহৃত একটি বাইক আড়াই লাখ পাউন্ড দিয়ে কিনে ফেললেন।

 

ব্র্যাড পিটের হঠাত্‍ এমন শখ কেন? 'ইনগ্লোরিয়াস বাস্টার্ডস' এবং 'ফিউরি'তে অভিনয়ের পর থেকে ১৯৪০-এর দশকের বাইকের ওপর তার আকর্ষণ বাড়তে থাকে। 

 

সেটাই এখন শখে পরিণত হয়েছে।  সম্প্রতি একটি নিলাম থেকে ১৯৪২-এ তৈরি এই বিশাল বাইকটি কিনে ফেলেন।  বাইকটি জার্মান সেনা যুদ্ধের সময় ব্যবহার করেছিল।  পাহাড়, জঙ্গল প্রায় মরুভূমি পেরোতে বাইকটিই ভরসা ছিল নাত্‍‌সিদের।

 

যুদ্ধ শেষ হওয়ার সময় বাইকটি স্থানীয় একটি অকশন হাউসে বিক্রি করে দেয়।  ঘটনাচক্রে সেটি আবার অ্যাথেন্সের এক বাইক কালেক্টর ইয়ানিসের হাতে পড়ে যায়।  ইয়ানিসের কাছ থেকে সেটি এখন ব্র্যাড পিটের দখলে।

 

ইয়ানিস জানান, সারাবিশ্বে এই মডেলের মাত্র ৫০০টি বাইক রয়েছে। বাইকের স্পেয়ার পার্টসের দামও অস্বাভাবিক বেশি।  একটি ছোট পার্টসের দামও প্রায় লাখ দেড়েক।  সে দিক থেকে দেখতে গেলে ব্র্যাড পিটের তো আর টাকার অভাব নেই।

 

তিনি জানান, এ নিয়ে তার চিন্তা নেই।  অবশ্য সবকিছু টাকায় মাপা যায় না। এ নিয়ে ব্র্যাড ১০টি ভিন্ন রকমের বাইক নিজের গ্যারাজে জমিয়ে ফেলেছেন। ১৪ বছরের ছেলেকেও সম্প্রতি জন্মদিনের উপহার হিসেবে একটি বাইক কিনে দিয়েছেন।

১৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে