শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭, ১২:২৯:২৮

জ্যান্ত কই মাছ গিলেও বেঁচে গেল শিশু!

জ্যান্ত কই মাছ গিলেও বেঁচে গেল শিশু!

এক্সক্লুসিভ ডেস্ক: পশ্চিমবঙ্গের মালদহ জেলায় জ্যান্ত কই মাছ গিলে ফেলার পরও চিকিৎসকদের দক্ষতায় বেঁচে গেলো আট মাসের একটি শিশু।

মালদহের কালিয়াচকের সুলতানগঞ্জের বাসিন্দা রহিম শেখের ছোট ছেলে হামিদের সঙ্গে ঘটে এই দুর্ঘটনা। বুধবার বিকেলে বাড়িতে ফেরার পথে কই মাছ কিনেন রহিম। তার স্ত্রী আমিনা যেখানে েমাছগুলেঅ রেখেছিলেন তার কাছেই খেলছিলো তাদের দুই সন্তান রাহুল ও হামিদ।

চার বছর বয়সী রাহুল তার ছোটভাই হামিদের মুখে খেলাচ্ছলে ঢুকিয়ে দেয় জ্যান্ত কইমাছগুলোর একটি। শিশুপুত্রের চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে বুঝতে পারেন কী অঘটন ঘটে গেছে!

শিশুটিকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় ওই গ্রামের হাসপাতালে। রাতে তাকে স্থানান্তরিত করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।

হামিদকে দেখার পরে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক পি কে মণ্ডলের নেতৃত্বে চার জনের দল গঠন করা হয়। মাত্র দশ মিনিটে ল্যারিঙ্গোস্কোপি করে শিশুর শ্বাসনালীতে আটকে থাকা কই বের করে ফেলেন তারা। কই মাছটি তখনও বেঁচে ছিলো!-আনন্দবাজার
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে