রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০২:২৬:১৮

‘স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন’ উত্তরপত্রে এ-কেমন লেখা ছাত্রের!

‘স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন’ উত্তরপত্রে এ-কেমন লেখা ছাত্রের!

এক্সক্লুসিভ ডেস্ক : ‘স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন। ঢাকার পোলাপানরা প্রশ্ন আউট করে পরীক্ষা দেয়। এমনকি তারা পরীক্ষার হলেও অনেক সুবিধা ভোগ করে। ‘ এ কথাগুলো কোনো কথার কথা নয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, পরীক্ষার খাতায় এমনটা লিখেছেন এক পরীক্ষার্থী। ২০১৭ সালের এইচএসসির পদার্থ বিজ্ঞান ২য় পত্রের অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় পরীক্ষককে উদ্দেশ্য করে ওই পরীক্ষার্থী আরো লিখেছেন, ‘স্যার A+ না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে GPA এর উপর ৮০ নাম্বার পাব না। ‘

তবে ছবিটি কতটুকু সত্য তা জানা না গেলেও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকহারে ছড়াচ্ছে এটি। তবে খাতার ওপর কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ছাপানো অক্ষরে লেখা রয়েছে।

লেখাটি হুবহু তুলে ধরা হল -‘স্যার নাম্বার একটু বাড়িয়ে দিবেন। ঢাকার পোলাপানরা প্রশ্ন আউট করে পরীক্ষা দেয়। এমনকি তারা পরীক্ষার হলেও অনেক সুবিধা ভোগ করে। আমরা ঘাড়ও ঘুরাতে পারি না। খাতা নিয়ে নেয়। এ কেমন বিচার। কুমিল্লার পোলাপানেরা always বাঁশ খাবে। এটা জাতি মেনে নিবে না। কুমিল্লা আমার বালের প্রশ্ন করে। বোতল খেয়ে প্রশ্ন করে। সহজ তো দূরে থাক পড়তেও পারি না। স্যার A+ না পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে GPA এর উপর ৮০ নাম্বার পাব না। ফলে মেধাবীদের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। দয়া করেন স্যার। ’
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে