রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০৯:১৫:৪১

এবার বাংলাদেশে আসছে আইফোন টেন

এবার বাংলাদেশে আসছে আইফোন টেন

এক্সক্লুসিভ ডেস্ক : আইফোন টেন প্রকাশ পাবার পর থেকে এই ফোন নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। তবে এতোদিন বাইরে এই নিয়ে মাতামাতি হলেও এবার বাংলাদেশেও চলবে মাতামাতি। কারণ আসছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে কাঙ্ক্ষিত এই আইফোন টেন।

জানা গেছে, বাংলাদেশের দুই মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি আইফোন টেন বাজারে আনছে। পহেলা ডিসেম্বর থেকে গ্রাহকেরা গ্রামীণফোন সেন্টার ও গ্রামীণফোন ওয়েবসাইটে ফোনটির আগাম ফরমাশ দিতে পারবেন। রবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে আগাম ফরমাশ নেবে রবি এবং ৭ ডিসেম্বর থেকে আইফোন টেন বিক্রি শুরু করবে।

ফোনটিতে ডুয়াল ওআইএসযুক্ত ১২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা আছে। অ্যাপলের দাবি, এর দ্রুত চার্জিং-সুবিধার ব্যাটারি থাকায় আইফোন ৭-এর তুলনায় দুই ঘণ্টা বেশি চার্জ থাকবে। ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ সুবিধার দুটি মডেলে বাজারে আসবে আইফোন টেন। এর দাম শুরু হবে ৯৯৯ মার্কিন ডলার থেকে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১২ সেপ্টেম্বর আইফোন ৮, ৮ প্লাস ও আইফোন টেন (এক্স) এই তিনটি মডেলের আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক প্রিমিয়াম মডেল হিসেবে আইফোন টেন ও আইফোন ৮, ৮ প্লাসের ঘোষণা দেন।

আইফোন ৮ প্লাস আইফোন টেনে ৫ দশমিক ৮ ইঞ্চি মাপের সুপার রেটিনা ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ডিভাইসের নিরাপত্তা হিসেবে যুক্ত হয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি বা ফেস আইডি।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে