বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০২:৪৮:০২

ভারত-ইউরেশিয়ার 'ধাক্কায়' জন্ম হয়েছিল বিশাল হিমালয়ের

ভারত-ইউরেশিয়ার 'ধাক্কায়' জন্ম হয়েছিল বিশাল হিমালয়ের

এক্সক্লুসিভ ডেস্ক : হিমালয় পৃথিবীর সবচাইতে বড় পাহাড়। এছাড়া হিমালয়কে পৃথিবীর সুন্দরতম তুষারাবৃত পাহাড়ও বলা হয়ে থাকে । এই হিমালয়ের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ বছর আগে, এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা। কীভাবে তৈরি হল এ বিশাল হিমালয়? উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা যা বলছেন, ভারত ও ইউরেশিয়ার 'সংঘর্ষ'ই হিমালয়ের জন্মের কারণ। আর এই গবেষণা থেকে উঠে আসে নয়া তথ্য ও নতুন আবিষ্কার। ভারত মহাসাগরের অভ্যন্তরে প্রথম মহাসাগরীয় মাইক্রোপ্লেটের আবিষ্কার করেন বিজ্ঞানীরা। প্রশান্ত মহাসাগরের অভ্যন্তরে ৭টি মাইক্রোপ্লেট রয়েছে, এই আবিষ্কার হয়েছিল অনেক আগেই, কিন্তু ভারত মহাসাগরের অভ্যন্তরে মাইক্রোপ্লেটের সন্ধান, এই প্রথম। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেন। ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে