শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৯:৫৭:৫২

বান্ধবীর সঙ্গে শরীরী ঘনিষ্ঠতার মাশুল যে এভাবে দিতে হবে, ভাবতেও পারেনি যুবক

বান্ধবীর সঙ্গে শরীরী ঘনিষ্ঠতার মাশুল যে এভাবে দিতে হবে, ভাবতেও পারেনি যুবক

এক্সক্লুসিভ ডেস্ক : সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রমাদ গুনলেন ২৯ বছরের যুবকটি। বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি! অথচ চোখ নিয়ে কোনও সমস্যাই ছিল না তার। পুরো বিষয়টিই তার কাছে তখন এক দুর্ভেদ্য ধাঁধার মতো মনে হচ্ছে। এরপর তড়িঘড়ি ক্লিনিকে ছোটা।

চিকিৎসকরাও কিছু ধরতে পারছিলেন না। দীর্ঘ আলোচনার পরে দিন তিনেক বাদে সামনে আসে আসল সত্য। আর তা সত্যিই চোখ কপালে তোলার মতো। ঘটনার আগের দিন সন্ধ্যাবেলা বান্ধবীর সঙ্গে শারিরীক সম্পর্কের ফলেই তার বাঁ চোখের দৃষ্টিশক্তি চলে গিয়েছে!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, প্রথমদিন যে চিকিৎসক ওই ক্লিনিকে ছিলেন, তিনি কিচ্ছু ধরতে পারেননি। পরের দিন ক্লিনিকে যে চিকিৎসক ছিলেন তিনিই প্রথম ব্যাপারটা আন্দাজ করেন। তিনি ওই যুবকের একান্ত ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চান।

আর তখনই সামনে চলে আসে আসল সত্য। ওই যুবক বলেন, তিনি ঘটনার আগের দিন সন্ধ্যাতেই তার বান্ধবীর সঙ্গে মিলিত হয়েছিলেন। এরপরই ওই চিকিৎসক সিদ্ধান্তে আসেন, সন্ধ্যার সহবাসের ফলেই ওই যুবকের একটি চোখ অন্ধ হয়ে গিয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে