রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭, ০৭:৪৬:২৪

সন্তানকে বাঁচাতে চিতাবাঘের যে করুণ পরিণতি করল মা হাতি!

সন্তানকে বাঁচাতে চিতাবাঘের যে করুণ পরিণতি করল মা হাতি!

এক্সক্লুসিভ ডেস্ক : নিজের সন্তানকে বাঁচাতে গাছ থেকে টেনে হিঁচড়ে চিতাবাঘকে নামিয়ে আছড়ে মেরে ফেলল মা হাতি। পশ্চিমবঙ্গের ডুয়ার্সের মাল ব্লকের বেতগুড়ি চা বাগানের ৬ নম্বর সেকশনের জয়মান লাইনের ঘটনা।

রোববার সকালে ডুয়ার্সের মাল ব্লকের আপালচাঁদ রেঞ্জের চেল জঙ্গল থেকে একপাল হাতি বেতগুড়ি চা বাগানের জয়মান লাইনে ঢুকে পড়ে। সেই সময়ে দুটি মাঝবয়সি চিতাবাঘ একটি হস্তী শাবককে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে মা হাতি ধাওয়া করে চিতাবাঘটিকে। তখনই একটি চিতা বাঘ পালিয়ে যায়। অন্য চিতাবাঘটি গাছে উঠে যায়।

তবে, গাছের উপরে ওঠার আগেই মা হাতি গাছ থেকে শুঁড় দিয়ে চিতাবাঘের ল্যাজ ধরে টেনে নীচে নামিয়ে মাটিতে আছাড়া মারে। তাতেই মারা যায় চিতাবাঘটি। হাতিটির এহেন রুদ্র মূর্তির খবরে চা বাগানে চাঞ্চল্য পড়ে যায়। মানুষের ভিড় উপচে পড়ে।

মাল বন্যপ্রাণী স্কোয়াড থেকে এসে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। ডুয়ার্স তথা রাজ্যে নিজের শাবককে বাঁচাতে মা হাতির আক্রমণে চিতাবাঘের মৃত্যুর ঘটনা এক নতুন নজির গড়ল। -এবেলা

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে