বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০৫:৫৬:৫৭

সৌরজগতের বাইরে পৃথিবী থেকে বড় গ্রহের সন্ধান

সৌরজগতের বাইরে পৃথিবী থেকে বড় গ্রহের সন্ধান

এক্সক্লুসিভ ডেস্ক : ৮টি টেলিস্কোপ ছিল অতন্দ্র অপেক্ষায়৷ যন্ত্র তো অতন্ত্র থাকবেই, সে আর বড় কথা কি! আসলে যন্ত্রদের পেছনে বিজ্ঞানীদের অতন্দ্র আবিষ্কারের ইচ্ছেটিই আসল৷ অধীর অপেক্ষায় ছিলেন তারা৷ কোনও নতুন গ্রহের খোঁজ পাওয়া যায় কি না, তা জানার জন্য৷ অবশেষে ‘সূর্য’কে প্রদক্ষিণ করতে গিয়ে ধরা পড়ল ৩৯ আলোকবর্ষ দূরের একটি গ্রহ৷ বিজ্ঞানীদের ধারণা, সৌরজগতের বাইরে এটিই সম্ভবত পৃথিবীর সবথেকে কাছের গ্রহ৷ কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এ্রখবর দিয়েছে। বিজ্ঞানীরা নয়া এই গ্রহের নাম দিয়েছেন GJ 1132b. আকারে পৃথিবীর থেকে ১.২ গুণ বড়৷ পাথুরে এই গ্রহ ভেলা নক্ষত্রপুঞ্জের ছোট্ট একটি নক্ষত্রকে প্রদক্ষিণ করে৷ গ্রহটির উষ্ণতা যেরকম অনুমান করছেন বিজ্ঞানীরা, তাতে এখানে জীবনের সন্ধান পাওয়া অসম্ভব৷ কিন্তু অন্য একটি কারণে এটি জ্যোর্তিবিজ্ঞানীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ সৌরজগতের বাইরে এখনও অবধি পৃথিবীর কাছের গ্রহ হিসেবে বলে যেটির খোঁজ পাওয়া গিয়েছিল, তার থেকেও ৯০ আলোকবর্ষ কাছে আছে এই গ্রহটি৷ জীবন তৈরি হওয়ার জন্য কিরকম আবহাওয়া দরকার সেই নিয়ে বিজ্ঞানীদের নিরন্তর গবেষণায় এই গ্রহটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা৷ কেননা সৌরজগতের বাইরে পৃথিবীর কাছের গ্রহ যদি এটিই হয়ে থাকে, তবে এই গ্রহের পরিবেশ পর্যবেক্ষণ ও পর্যালোচনা গবেষণায় নতুন দিশা দেখাতে পারে৷ চিলির ‘ম্যাকআর্থ সাউথ অবজারভেটারি’র সাজিয়ে রাখা ৮ টেলিস্কোপের চোখে ধরা পড়েছে এই নতুন গ্রহ৷ পৃথিবীর হিসেবে ১.৬ দিনে গ্রহটি একবার করে সূর্যের চার দিকে গুরে আসতে সময় লাগে। নক্ষত্রের আলো যখন গ্রহটির মধ্য দিয়ে অতিক্রম করে, সেই আলোর তীব্রতা, মাত্রা হদিশ দেবে গ্রহটির প্রকৃতি কিরকম৷ তা থেকেই জানা যাবে প্রাণ সৃষ্টি হওয়ার জন্য আর কি কি দরকার৷ এই গবেষণা সফল হলে, সৌরজগত এবং সৌরজগতের বাইরে কোথায় প্রাণ আছে, তা জানা অনেক সহজ হয়ে যাবে বলেই বিজ্ঞানীদের ধারণা৷ ১২ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে