বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭, ০৯:০৮:২১

কিংয়ের সঙ্গে ডিনার সারবেন 'ডন কন্যা', মেনুতে থাকছে কাবাব-কুলফি-কোফতা

কিংয়ের সঙ্গে ডিনার সারবেন 'ডন কন্যা', মেনুতে থাকছে কাবাব-কুলফি-কোফতা

এক্সক্লুসিভ ডেস্ক: ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকার কথা বি-টাউনের একঝাঁক তারকার। ইভাঙ্কার জন্য না কি রয়েছে স্পেশ্যাল মেনুও। ভারতে এসেই দেশবাসীর মন জিতেছেন 'ডনের মেয়ে'। ট্রাম্প কন্যা ইভাঙ্কার 'মন কি বাত'-এ মুগ্ধ মোদীও। এবার পালা ডনের মেয়ের মন জয়ের।

প্রথমেই রাজকীয় অভ্যর্থনায় ইভাঙ্কাকে স্বাগত জানিয়েছে নমো সরকার। দীর্ঘ বক্তৃতায় মার্কিন দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের চালও চালা হয়ে গিয়েছে তাদের। এবার পালা গ্র্যান্ড ডিনারের। বলিউড কিং শাহরুখ খানের ওপরই দায়িত্ব পড়েছে ইভাঙ্কার মন জয়ের। 'মওকা পেয়ে চওকা' লাগাতে উৎসুক শাহরুখও। হায়দরাবাদের ফলকনামা প্যালেসেই আয়োজন করা হচ্ছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। সঙ্গে রয়েছে ভুড়িভোজের আয়োজনও। ওই অনুষ্ঠানে শাহরুখ ছাড়াও থাকার কথা বি-টাউনের একঝাঁক তারকার। ইভাঙ্কার জন্য না কি রয়েছে স্পেশ্যাল মেনুও।

কী কী থাকছে ইভাঙ্কার জন্য?

- মুরগ পিস্তা কা সালান
- সীতাফল কুলফি
- দহি কে কাবাব
- গোস্ত সিকমপুরি কাবাব
- কুবানি কে মালাই কোফতা
২৯ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে