বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭, ০৬:১৩:০১

জানেন নীতা আম্বানির ফোনের দাম কত? জানলে চমকে উঠবেন

জানেন নীতা আম্বানির ফোনের দাম কত? জানলে চমকে উঠবেন

এক্সক্লুসিভ ডেস্ক : সোশ্যাল মিডিয়ার যুগে কোনও জিনিস ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। ছবিই হোক বা বিশেষ কোনও তথ্য, মুহূর্তেই তা এক টাইমলাইন থেকে ছড়িয়ে পড়ে অন্য টাইমলাইনে। ক’দিন আগেই একটি খবর বেশ শোরগোল ফেলেছিল নেট দুনিয়ায়।

ভারতের সবচেয়ে ধণী ব্যবসায়ী মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানির যে ফোনটি ব্যবহার করেন, তার দাম নাকি ৩১৫ কোটি টাকা। এমনও খবরও প্রকাশ পায়, নীতা অম্বানির ফোনটি হল, ফ্যালকন সুপারনোভা আইফোন ৬।

ফোনের ব্যাক কভারে একটি বড় মাপের গোলাপি হিরে বসানো, যার জন্যই ফোনের দাম এমন আকাশছোঁয়া। এখন দেখা যাক, এই খবর কতটা সত্যি।

সর্বভারতীয় প্রচারমাধ্যমে জানা গিয়েছে, ফ্যালকন নামে একটি ব্র্যান্ড অ্যাপেল-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই আইফোন প্রস্তুত করে, যার পিছনে প্রমাণ সাইজের একটি হিরে থাকে। ২৪ ক্যারেট সোনা অথবা প্ল্যাটিনামের তৈরি হয় এই ব্যাক কভারটি।

এর দাম প্রায় ৪৮.৫ মিলিয়ন ডলার। তবে বর্তমানে এই ফোনের বিক্রি বন্ধ রেখেছে সংস্থা। তবে অবাক করা আসল সত্যি হল যে মুম্বাই ইন্ডিয়ানসের মালিক নীতা অম্বানি মোটেই এই ফোন ব্যবহার করেন না।

আম্বানি পরিবারের এক সদস্যই এই খবর জানিয়েছেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেন তিনি। নীতা অম্বানি কোন ব্র্যান্ডের ফোন ব্যবহার করেন, সে বিষয়ে না জানালেও তিনি জানান, জিও কর্ণধারের স্ত্রী-এর ফোনটিও কিন্তু যথেষ্টই দামি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে