বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭, ০৩:৩৭:২৮

বাসর রাতে এই ৭টি জিনিস উপহার দিবেন না!

বাসর রাতে এই ৭টি জিনিস উপহার দিবেন না!

এক্সক্লুসিভ ডেস্ক : বাসর রাত যেকোনও দম্পতির জন্যই বিশেষ একটি মুহুর্ত।  কিন্তু এই রাতে এই জিনিসগুলে সঙ্গীর হাতে তুলে দিলেই বিপদ।  এই জিনিসগুলি সঙ্গীকে এই রাতে দেবেন না।  নাহলেই বিপদ।

১. বনসাই— স্বাভাবিক বৃদ্ধিকে আটকে দেয় এই বনসাই।  সম্পর্কেও বৃদ্ধি হতে দেয় না এই গাছ।

২. লাল পোশাক বা জুতো— লাল রং খুব শক্তিশালী হয়।  এই শক্তি শুভ অশুভ দুটোই হতে পারে।

৩. জল বয়ে যায়।  স্থির হয় না।  সম্পর্কে স্থিরতা আনতে জল সম্বন্ধিত কিছু উপহার দেবেন না।

৪. শৈশবের ছবি এই রাতে দেখাবেন না।

৫. কোনও ধারালো বস্তু যেমন কাঁচি, শেভিং কিট ইত্যাদি দেবেন না।

৬. বাস্তুমতে কাঁচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।  তাই উপহার হিসেবে আয়না এড়িয়ে চলুন।

৬. রুমাল দু’টি মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে।  তাই রুমাল বা টাওয়েল দেবেন না।

৭. যুদ্ধ নিয়ে তৈরি কোনও আঁকা ছবি উপহার দেবেন না সঙ্গীকে।  এত বাড়িতে অশান্তি তৈরি হয়।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে