পৃথিবী নিঃশ্বাস নিচ্ছে! হতবাক সোশ্যাল মিডিয়া
এক্সক্লুসিভ ডেস্ক : পৃথিবী নিঃশ্বাস নিচ্ছে নাকি মাটির মধ্যে কোনও দৈত্য ঘুমাচ্ছে নাকি ভূমিকম্প। এতকটা 'নাকি' যোগ করার একটাই কারণ এই ভাইরাল ভিডিওটির এখনও পর্যন্ত কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় নি।
ভিডিওতে দেখা গেছে কানাডার নোভা স্কোটিয়ার অ্যাপেল নদী তীরবর্তী বিস্তৃণ বনাঞ্চলের মাটি একবার উপরদিকে উঠছে। আবার নিচে নামছে। যেভাবে একটি মানুষ ঘুমানোর সময় নিঃশ্বাস নিলে শরীরখানি উথাল-পাতাল করে ঠিক সেই রকমই দৃশ্য। এইরমক 'অলৌকিক' দৃশ্যের ক্যামেরা বন্দি করলেন ব্রায়ান নুত্তাল। ফেসবুকে এই পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে ওঠে।
১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�