শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৫:১৩:০৭

সৌরজগতের দুটি গ্রহে মিলবে প্রাণ!

সৌরজগতের দুটি গ্রহে মিলবে প্রাণ!

এক্সক্লুসিভ ডেস্ক : সৌরজগতের বাইরে দুটি গ্রহ আবিষ্কারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। এই আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবীর বাইরে প্রাণের সন্ধানে নতুন পথ উন্মোচিত হবে বলে আশাবাদী বিজ্ঞানীরা। নতুন দুটি গ্রহের একটি সৌরজগতের একেবারে শেষপ্রান্তে অবস্থিত। অন্যটি ঠিক সৌরজগতের সীমানার বাইরে। জ্যোতির্বিদ্যার জন্য এটি অনেক বড় ঘটনা বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার মাউন্ট স্ট্রমলো অবজারভেটরির জ্যোতির্বিদ ব্র্যাড টাকার বলেন, 'আমাদের সৌরজগতের বাইরে প্রাণের সন্ধানে এ আবিষ্কার সম্ভবত সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দিয়েছে।' তিনি বলেন, 'আরেক পৃথিবীর সন্ধানই জ্যোতির্বিদ্যা ও জ্যোতি পদার্থবিদ্যার অন্যতম প্রধান লক্ষ্য। এ আবিষ্কার আমাদের সত্যিকার অর্থে প্রথমবারের মতো সে সুযোগ তৈরি করে দিয়েছে।' সৌরজগতের প্রান্তে থাকা পাথুরে গ্রহটির নাম রাখা হয়েছে জিজে-১১৩২বি। আকার আকৃতি ও তাপমাত্রার কারণে প্রাণের সন্ধানে এ গ্রহটি সবচেয়ে কার্যকর বলে মনে করা হচ্ছে। এতদিন নক্ষত্রের কক্ষপথে ঘূর্ণায়মান যেসব গ্রহ আবিষ্কার করা হয়েছে, গবেষণার জন্য এটি সেগুলোর চেয়ে অনেক বেশি সুবিধাজনক। গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর চেয়ে মাত্র ১৬ শতাংশ বড়, পৃষ্ঠ তাপমাত্রা ২৬০ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রা ব্যাকটেরিয়া জাতীয় প্রাণের উদ্ভব সম্ভব বলে মনে করছেন বিজ্ঞানীরা। এটি খর্বাকৃতির লাল একটি নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে। -সিএনএন। ১৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে