এক্সক্লুসিভ ডেস্ক : ৪ মাস ধরে পরীক্ষা-নিরীক্ষার পর ‘স্মার্ট বাইক সিস্টেম’ নামে একটি প্রযুক্তি আবিষ্কার করেছে কুড়িগ্রামের এক শিক্ষার্থী। তার নাম মতিউর রহমান রিয়াদ। সে কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী।
তার আবিষ্কৃত ডিভাইসটি ব্যবহার করলে হেলমেট ছাড়া মোটরসাইকেল স্ট্যার্ট নেবে না।
তার এ গবেষণাধর্মী কাজকে এগিয়ে নিতে কুড়িগ্রাম পুলিশ সুপার মেহেদুল করিম এগিয়ে এসেছেন।
শুক্রবার এ শিক্ষার্থীকে ডেকে একটি নতুন মোটরসাইকেল উপহার দেন তিনি। যেন গবেষণা কাজ এগিয়ে নিতে পারে।
মতিউর রহমান রিয়াদ জানান, মোটরসাইকেল পেয়ে তিনি কৃতজ্ঞ। কারণ নিজের মোটরসাইকেল না থাকায় তার গবেষণা কাজ এগোচ্ছিল না। এখন পুরোপুরি মনোযোগী হতে পারব।
রিয়াদের ভাষ্য, তার এখনকার গবেষণা ‘নেশাগ্রস্ত অবস্থাতেও স্টার্ট নেবে না মোটরবাইক। এর পরের তালিকায় রয়েছে মোটরসাইকেল চুরি বন্ধে মোবাইল লক।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস