রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ১১:২৩:৫২

আজ পূর্ণিমার চাইতেও চাঁদকে আরও বড় দেখা যাবে! কিন্তু কেন জানেন?

আজ পূর্ণিমার চাইতেও চাঁদকে আরও বড় দেখা যাবে! কিন্তু কেন জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক: পূর্ণিমার চাইতেও এদিন চাঁদকে দেখা যাবে আরও বড়! মনে হবে চাঁদ বুঝি তার অবস্থান থেকে এগিয়ে এসেছে পৃথিবীর কাছে। তবে নিজের অবস্থান না বদলালেও রোববার রাতে পৃথিবীবাসীর চোখে চাঁদ বড় হয়েই দেখা দেবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী রোববার অর্থাৎ ৩ ডিসেম্বর রাতের আকাশে অপেক্ষা করবে বিশেষ চমক। এদিন রাতে সুপারমুনের দেখা মিলবে।

তবে চাঁদ নিজের অবস্থান না বদলালেও স্বাভাবিকের তুলনায় অনেক কাছে দেখা যাবে চাঁদকে। ফলে দেখতে আকারে অনেক বড় মনে হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এদিন স্বাভাবিকের তুলনায় চাঁদকে অন্তত ১৪ ভাগ বড় দেখাবে।

এদিন চাঁদকে উজ্জ্বল ও গোলাকার দেখাবে। শুধু তাই নয়, এর উজ্জ্বলতার পরিমাণও বেড়ে যাবে প্রায় ৩০ ভাগ। তবে চলতি বছরে এটাই প্রথম ও শেষ ‘সুপারমুন’ হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর ‘সুপারমুন’ দেখা গিয়েছিল। তবে রোববারের পর ২০১৮ সালের ১ এবং ৩১ জানুয়ারি আবারও ‘সুপারমুন’ ঘটবে বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে