রবিবার, ০৩ ডিসেম্বর, ২০১৭, ০৮:৪৭:২০

থানার মধ্য পুলিশ কর্মকর্তার ডিস্কো ডান্স, মুগ্ধ মহিলারা, মজা নিলেন কয়েদিরাও

থানার মধ্য পুলিশ কর্মকর্তার ডিস্কো ডান্স, মুগ্ধ মহিলারা, মজা নিলেন কয়েদিরাও

এক্সক্লুসিভ ডেস্ক : থানার ভিতরে গান বেজে উঠতেই উঁকিঝুঁকি দিতে শুরু করলেন কয়েদিরা। শুরু হয়েছে কুমার শানুর গান। টুকুর টুকুর দেখতে হো ক্যায়া! ১৯৯৬ সালের 'মাসুম' ছবির এই গান বাজতে শুরু করতেই কোমর দুলিয়ে নেচে উঠলেন এক পৃথুল চেহারার পুলিশ অফিসার।

খাঁকি উর্দি গায়ে, তার সেই নাচ বসে বসে দেখছেন আর তাল ঠুকছেন মহিলা পুলিশ কর্মীরা (সিভিক পুলিশ)। শুধু কি মহিলা পুলিশই সেজবাবুর নাচ দেখছেন? গারদ ভেতর থেকে জুলুজুলু চোখে বন্দিরাও দেখছেন অদ্ভুত সেই নাচ। কী ভাবছেন? ইউপি কিংবা বিহারের দৃশ্য? তাহলে ভুল করবেন।

যে রাজ্যের পুলিশকে শাসকদলের ভয়ে টেবিলের তলায় লুকোতে দেখা যায়, হাইওয়েতে রাতে গাড়ি থামিয়ে তোলা তুলতে দেখা যায় সেই পশ্চিমবঙ্গ পুলিশের উদ্দাম নৃত্য দেখা গেল আসানসোলে। আসানসোলের হীরাপুর থানার ভেতর এক পুলিশকর্তার নাচের ভিডিও ভাইরাল হয়ে উঠল সোশাল মিডিয়ায়।

এই ডিস্কো ডান্সার হলেন হীরাপুর থানার এসআই কৃষ্ণসাধন মণ্ডল। পায়ের মোচর আর কোমড়ের অঙ্গভঙ্গি অনেকটা মিঠুন চক্রবর্তীর ডিস্কো ডান্সার স্টাইলে বা টুইস্টের ঢঙে। বেল্ট ফুঁড়ে বেরিয়ে আসছে পেট। তাতে কী? মনের আনন্দেই তিনি নেচে চলেছেন।

সামনে বসে চারজন সুন্দরী কমবয়সী মহিলা পুলিশ কর্মী। গান বেজে উঠতেই তাঁরাও বলে উঠলেন, ''বাহ বাহ!'' ভিডিওটি যে দিক থেকে তোলা হয়েছে বোঝাই যাচ্ছে সেদিকে আরও অফিসাররাও রয়েছেন। ভিডিওটি তুলছেনও কোনও এক পুলিশ কর্মীই। তিনি আবার মন্তব্য করছেন, ''বাহ! ভালো নাচছে...।''

কিন্তু এই নাচের আসর কেন ? কয়েকদিন আগেই হীরাপুর থানাতে এক ক্যাটারিং ব্যবসায়ী খুনের ঘটনায় তিন খুনি ধরা পড়ে। সেই তদন্তে নেমে বড় অস্ত্র কারাবারির সন্ধানও পাওয়া যায়। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। সেই সাফল্যেরই কি কোনও সেলিব্রেশন চলছিল থানায়?

জানা গিয়েছে এসআই কৃষ্ণসাধন মণ্ডল দিনচারেক আগে বদলি হয়েছেন চিত্তরঞ্জন থানায়। ছবিটিও দিন চারেক আগেকার। তাহলে কি থানার মধ্যেই তার বিদায় সম্বর্ধনা চলছিল? জানা যায়নি।

ভিডিওটি ভাইরাল হয়ে উঠতেই নড়েচড়ে বসেছে আসানসোল-দুর্গাপুর পুলিশের বড় কর্তারা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এডিসিপি ওয়েস্ট অনমিত্র দাস। আসানসোল দুর্গাপুর পুলিশের এডিসিপি ওয়েস্ট অনমিত্র দাস বলেন তিনি শুনেছেন নাচের কথা। ভিডিওটি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

কলকাতা পুলিশের এক মহিলা কনস্টেবল উর্দি গায়ে শাহরুখ খানের সঙ্গে নাচ করেছিলেন। সেই নিয়েও বিতর্ক হয়েছিল। বছর খানেক আগে কালীপুজোর অনুষ্ঠানে 'দাবাং' ছবির গানে নাচ করে শাস্তির মুখে পড়েছিলেন দুর্গাপুর কোকওভেন থানার তত্‍কালীন ওসি।

এমনকী আসানসোলের নিয়ামতপুর ফাঁড়িতে শিবরাত্রিতে নাচগানের আসর বসিয়ে বিতর্কে পড়েছিলেন তত্‍কালীন ওসি অশোক বসু। তাকেও পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছিল। কৃষ্ণবাবুর ক্ষেত্রে কী হয় সেটাই দেখার।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে