বুলডগ ওটোর বিশ্বরেকর্ড
এক্সক্লুসিভ ডেস্ক : মহাকাশ যানে চড়ে আকাশ পাড়ি বা ভেলায় চেপে সমুদ্রো জয়তো সেই কবে করে ফেলেছে সারমেয়রা। এবার পূর্বজদের অ্যাডভেঞ্চারের জুতোয় পা গলিয়েছে ওটো নামের পুঁচকে বুলডগ। জোরসে স্কেট বোর্ড চালিয়ে একেবারে বিশ্বরেকর্ড করে ফেলল। তার হাজারো কেরামতিতে মুগ্ধ দুনিয়া। সদ্য নামও লিখিয়ে খেলল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ