শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫, ০২:০৭:৫৫

সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বস্তু শনাক্ত

 সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বস্তু শনাক্ত

এক্সক্লুসিভ ডেস্ক : এখন পূর্যন্ত সৌরজগতের সবচেয়ে দূরবর্তী বস্তু শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিবিসি জানিয়েছে, জাপানের সুবারু টেলিস্কোপ দিয়ে এ বস্তুটি শনাক্ত করা হয়েছে। এর দূরত্ব আনুমানিক ১৫শ’ কোটি ৫০ লাখ কিলোমিটার এবং এটি বরফে আচ্ছাদিত বলে ধারণা করা হচ্ছে। এই দূরত্ব সৌরজগতের সবচেয়ে দূরবর্তী সদস্য বলে কথিত প্লুটোর সবচেয়ে দূরবর্তী অবস্থান থেকেও তিনগুণ বেশি। বস্তুটিকে ভি৭৭৪১০৪ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের প্রাথমিক পর্যবেক্ষণে বস্তুটির পরিধি ৫০০ থেকে এক হাজার কিলোমিটার পরিমাপ করা হয়েছে। বস্তুটির আকার ও সৌরজগতে এর কক্ষপথ নির্ণয় করতে সময় নিয়ে বস্তুটিকে অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ডিভিশন অব প্ল্যানেটারি সায়েন্সের ৪৭তম বার্ষিক সভায় এই আাবিষ্কারের কথা ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল হার্বার এলাকায় এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের যে দলটি বস্তুটি খুঁজে পেয়েছেন তাদের নেতৃত্বে আছেন কার্নেগি ইনস্টিটিউট অব সায়েন্সের স্কট শেপার্ড এবং হাওয়াইয়ের জেমিনি মানমন্দিরের চাঁদ ট্রুজিল্লো। বহিঃসৌরজগতের দূরবর্তী বস্তুগুলোকে শনাক্ত করার বিষয়ে বিশেষজ্ঞ এই বিজ্ঞানীরা। ১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে