শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৯:১৪

সাংবাদিকের ল্যাং খাওয়া সেই অভিবাসী মাদ্রিদ ফুটবল স্কুলে

সাংবাদিকের ল্যাং খাওয়া সেই অভিবাসী মাদ্রিদ ফুটবল স্কুলে

এক্সক্লুসিভ ডেস্ক : যুদ্ধের আগুনে জ্বলন্ত সিরিয়া থেকে জীবন বাচাতে সন্তানকে নিয়ে পাড়ি দিয়েছিলেন ইউরোপে। কিন্তু কঠোর নীতি অবলম্বনের কারণে প্রতিটি সীমান্তে হেনস্তার শিকার হচ্ছেন অভিবাসীরা। অন্য সবার সাথে হাঙ্গেরি সীমান্ত অতিক্রমের সময় শিশুসন্তানসহ সাংবাদিকের ল্যাংয়ের শিকার হন এক অভিবাসী। বিশ্ব মিডিয়ায় সেই ছবি ফলাও করে প্রকাশও পেয়েছে।

সেই অভিবাসীর স্থান হয়েছে ফুটবল-তীর্থ স্পেনের মাদ্রিদে ফুটবল কোচদের একটি স্কুলে। হাঙ্গেরি সীমান্তে কর্তৃপক্ষের হাতে ধরা পড়ার ভয়ে শিশু সন্তানকে নিয়ে ছুটতে থাকা সেই নিরুপায় মানুষটি একসময় ছিলেন ফুটবল কোচ। এ তথ্য জানার পর তার ডাক পড়েছে ওই স্কুলে।

সেখানে কোচদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে আমন্ত্রণ পেয়েছেন মোহসেন। তাই ছেলে জায়িদকে নিয়ে চেপে বসেছেন মাদ্রিদগামী ট্রেনে। মাদ্রিদে পিতা-পুত্রের থাকার জন্য একটি অ্যাপার্টমেন্টও বরাদ্দ দেয়া হয়েছে।

মাদ্রিদে ফুটবল কোচদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি লুইস মিগুয়েল পেদরাজা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমেই মোহসেনকে স্পেনে কিছুটা অভ্যস্ত হওয়ার বিষয়টি দেখা হচ্ছে। স্প্যানিশও শেখানো হবে তাকে। আপাতত তাকে মানবিক সহায়তা দেয়া হবে। পরে ফুটবল কোচ হিসেবে গড়ে উঠতে আগ্রহী মোহসেনকে সবরকম সহায়তা করা হবে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য ইউরোপ পাড়ি জমানো আবদুল মোহসেন এখন অনেকটাই নিশ্চিন্ত বলে জানান।

তবে শিশু সন্তানসহ তাকে ওভাবে ল্যাং মেরে ফেলে দেয়ার জন্য কখনো হয়তো পেত্রা নামের নারী সংবাদকর্মীকে তিনি মাফ করতে পারবেন না বলে জানান।

কারণ ওই ঘটনায় তিনি সামান্য আঘাত পেলেও প্রচণ্ড ভয় পেয়েছিলো তার ছেলে। আঘাতের আকস্মিকতায় বেশ কয়েকবার তার ছেলে জায়িদ বমি করেছিলো বলে জানান মোহসেন।

তিনি জানান, সিরিয়ায় শিষ্যদের বল নিয়ে ল্যাং এড়িয়ে এগিয়ে যেতে শিখিয়েছেন অথচ কোনো দিন ভাবেননি কোলে শিশু সন্তান নিয়ে প্রাণের তাগিদে দৌড়ানোর সময় কেউ ল্যাং মেরে ফেলে দেবে।

অথচ তা-ই ঘটেছিলো গত ৯ সেপ্টেম্বর হাঙ্গেরি সীমান্তে, ছুটতে থাকা পিতা-পুত্রকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলেন পেত্রা নামের এক নারী সংবাদকর্মী।

সেই ঘটনার ভিডিও বিশ্বজুড়ে তুলেছিলো সমালোচনার ঝড়। চাকুরিচ্যুত করা হয়েছিলো সমালোচিত ওই নারী সংবাদকর্মীকে। সূত্র: চ্যানেল আই
১৮ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে