ষাঁড়টির দাম ৭ কোটি ১৮ লাখ টাকা
এক্সক্লুসিভ ডেস্ক : ষাঁড়টির দাম উঠেছে ভারতীয় মুদ্রায় ৭ কোটি রুপি আর বাংলাদেশী টাকায় ৭ কোটি ১৮ লাখ(১ রুপি=১.১৮ টাকা হিসাবে)। কিন্তু এরপরও যুবরাজ নামের এই ষাড়টির মালিক কর্মবীর ৭ কোটি রুপিতেও ষাঁড়টি বিক্রি করতে রাজি হননি।তার মতে এর দাম আরো বেশি।
যে ষাড় থেকে তিনি বছরে ৮০ লাখ থেকে এক কোটি রুপি আয় করেন, সেটির দাম এত কম হতে পারে না। হায়দরাবাদের এক উৎসবে এই ষাড়টিই এখন সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
৬.৫ ফুট লম্বা ও ১,৬০০ কেজি ওজনের ষাড়টি 'মুরাহ' সঙ্কর।
এর পেছনে খরচও কম হয় না। প্রতিদিন একে ১০০ আপেল, ২০ লিটার দুধ, ১৫ কেজি শস্য, শুকনা ফল খাওয়াতে হয়। তাছাড়া দিনে দুইবার তাকে তেল মালিশ করতে হয়। কয়েকবার তাকে হাটাতে নিয়ে যেতে হয়। মাসে চারবার পশম কেটে দিতে হয়।এটির পরিচর্যায় রয়েছে ১০ জন।
মালিক কর্মবীর জানান, যুবরাজের পেছনে তার দিনে ৩০০০-৩৫০০ রুপি খরচ হয়। আমি একে আমার ছেলের মতো দেখি।তিনি প্রাণীটিকে সদর মেলা থেকে কিনেছিলেন।
১৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ